হোম > প্রযুক্তি

প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে ‘সবচেয়ে বেশি বেতন দেয়’ গুগল ও মেটা

বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের কর্মীদের কত বেতন দেয় তা নিয়ে সবার আগ্রহ থাকে। অন্য প্রযুক্তি কোম্পানিগুলোর চেয়ে গুগল ও মেটা ইঞ্জিনিয়ারদের বেশি বেতন দেয় বলে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলছে। যদিও গত বছর ও এ বছরের শুরুতে দুই কোম্পানিই বহু কর্মী ছাঁটাই করেছে। 

প্রযুক্তিকর্মীদের পেশাদার ফোরাম ব্লাইন্ড গ্রুপে বেনামি সূত্রের বরাত দিয়ে বলা হয়, অ্যাপল, অ্যামাজন ও মাইক্রোসফটের মত প্রযুক্তি কোম্পানির চেয়ে গুগল ও মেটা তাদের ইঞ্জিনিয়ারদের বেশি বেতন দেয়। অন্যান্য কোম্পানিদের তুলনায় অ্যাপল ও মাইক্রোসফট চাকরির শুরুতে সবচেয়ে কম বেতন দেয়।

২০২২ সালের জানুয়ারি থেকে এ বছরের আগস্ট মাস পর্যন্ত  ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে ফোরামটি। ব্লাইন্ডে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীকে পেশা সংশ্লিষ্ট ইমেইল (ওয়ার্ক ইমেইল) ব্যবহার করতে হয়। এর ফলে অ্যাকাউন্টগুলোর সত্যতা ব্লাইন্ড যাচাই করতে পারে। 

বেতন সম্পর্কিত অন্যান্য তথ্য

ব্লাইন্ডের তথ্য অনুসারে, অ্যামাজনে পদোন্নতিতে অনেক সময় লাগে। আর ইঞ্জিনিয়ারদের জন্য বেতনের অনেকগুলি ব্যান্ড বা স্কেল রয়েছে। তাই কর্মী ছাঁটাইয়ে ক্ষতিপূরণ ভিন্ন ভিন্ন হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপল কর্মীদের তুলনামূলক কম বেতন দিলেও নিয়মিত দেয়। বড় কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও নিয়মমাফিক বেতন দেয় গুগল। অর্থাৎ নিম্ন স্তরের কোনো কর্মী উচ্চ স্তরের কর্মীর চেয়ে বেশি বেতন পাবেন না। 

মেটার কর্মীদের সবচেয়ে দ্রুত পদোন্নতি হয়। তাদের বেতনও সবচেয়ে বেশি।

মাইক্রোসফট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য জবের বিভিন্ন স্তর রয়েছে। তাই এই কোম্পানির কর্মীদের দ্রুত পদোন্নতি হয়। স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত কর্মীদের মোট ক্ষতিপূরণ ঊর্ধ্বতন কর্মীদের চেয়ে কম হয়।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি