হোম > প্রযুক্তি

আমাজনে আপাতত নিয়োগ বন্ধ

প্রযুক্তি ডেস্ক

আগামী কয়েক মাস কোনো নতুন কর্মী নিয়োগ দেবে না প্রযুক্তি জায়ান্ট আমাজন। মূলত অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

আমাজনের প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালিটি চলতি সপ্তাহে কর্মীদের উদ্দেশে এই ঘোষণা দেন। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে আমাজনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 

গ্যালিটি বলেন, ‘আমরা এরই মধ্যে আমাদের কয়েকটি ব্যবসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাকি ব্যবসাগুলোকেও এই সিদ্ধান্তের আওতায় আনছি। কর্মী না নেওয়ার এই সিদ্ধান্ত আগামী কয়েক মাসের বহাল থাকবে বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে আমরা অর্থনীতি এবং আমাদের ব্যবসায়ে এর প্রভাব আমলে নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’ 

তবে আমাজন থেকে এরই মধ্যে যারা চাকরি ছেড়ে বা অন্য কারণে পদ খালি হয়েছে সেগুলোতে কর্মী নিয়োগ চলবে। এ ছাড়া কিছু নির্দিষ্ট ক্ষেত্রেও আমাজন কর্মী নিয়োগ অব্যাহত রাখবে বলে জানান গ্যালিটি। 

কোভিড মহামারির সময় যখন অন্য অনেক ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল তখন আমাজনের আয় বেড়েছিল কয়েক গুণ। মানুষের অনলাইন শপিংয়ের প্রতি নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় আমাজনের ব্যবসা বেড়েছিল। তবে কোভিডের প্রাদুর্ভাব কমে আসার পর মানুষ আবার সশরীরে কেনাকাটা করতে শুরু করেছে। সেই বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব এবং খরচ করার ক্ষেত্রে মানুষের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আমাজনকে। সিএনএনের এক প্রতিবেদন অনুসারে, এ বছর আমাজনের শেয়ারের দাম কমেছে প্রায় ৪৫ শতাংশ। 

বিগত মাসগুলোতে গুগল, ফেসবুক, টুইটারের মতো প্রতিষ্ঠানও খরচ কমাতে নতুন কর্মী নিয়োগ কমিয়ে আনার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি