হোম > প্রযুক্তি

রুশ সংস্থার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাচ্ছে অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

গত অক্টোবরের শেষে মার্কিন টেকজায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট মামলা করেছিল রাশিয়া। অভিযোগ ছিল, অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপ কেনার বিকল্প পদ্ধতি গ্রাহকদের জানাতে ব্যর্থ হয়েছে। মূলত প্রতিষ্ঠানটির একচেটিয়া বাজার বন্ধেই এ পদক্ষেপ নেয় রাশিয়ার অ্যান্টি মনোপলি রেগুলেটরি সংস্থা। বলা হয়েছিল, অভিযোগ প্রমাণিত হলে অ্যাপলকে রাশিয়ায় উপার্জিত রাজস্বের ভিত্তিতে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এবার রাশিয়ার অ্যান্টি মনোপলি রেগুলেটরি সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। রাশিয়ান ইনফরমেশন এজেন্সি (আরআইএ) এ তথ্য নিশ্চিত করেছে।

ডিসেম্বরের ১ তারিখ প্রকাশ হওয়া এক নথির সূত্র অনুযায়ী, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর আদালতে করা মামলায় অ্যাপলকে বাদী ও রাশিয়ার অ্যান্টি মনোপলি রেগুলেটরি সংস্থাকে বিবাদী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। আরআইএ জানিয়েছে, এ মামলায় কিছু অতিরিক্ত নথি যোগ করার দাবি জানিয়েছে এই টেক জায়ান্ট। অন্যদিকে রাশিয়ার অ্যান্টি মনোপলি রেগুলেটরি সংস্থাও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।

অ্যাপল গত সেপ্টেম্বরে খোদ যুক্তরাষ্ট্রে একই সমস্যার সম্মুখীন হয়েছিল। তখন এক ফেডারেল বিচারকের দেওয়া রায়ে প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের অন্যান্য পেমেন্ট পদ্ধতি ব্যবহারের অনুমতি দিতে বাধ্য হয়েছিল।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব