হোম > প্রযুক্তি

এআই ভিত্তিক ‘নতুন সার্চ ইঞ্জিন’ আনছে গুগল 

প্রযুক্তি ডেস্ক

এআইভিত্তিক একটি নতুন সার্চ ইঞ্জিন নিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী মাসেই আনা হতে পারে এটি। নতুন এই সার্চ ইঞ্জিন শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বাধিক ১০ লাখ ব্যবহারকারীরা পাবেন। নতুন এই সার্চ ইঞ্জিনে কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, গুগলের পরীক্ষামূলক বার্ড চ্যাটবটের মতো সংলাপের সুবিধা থাকবে এতে। সার্চ ইঞ্জিনটি ‘ম্যাগি’ কোডনেমের অধীনে তৈরি করা হচ্ছে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বলা হচ্ছে, নতুন এই পরিকল্পনাগুলো মাইক্রোসফটের বিং চ্যাটবট ও ওপেনএআই—     এর চ্যাটজিপিটি মোকাবিলায় গুগলের প্রচেষ্টার অংশ। ধারণা করা হচ্ছে, এই চ্যাটবটগুলো একদিন সার্চ ইঞ্জিনগুলোর জায়গা দখল করবে। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গুগলের অবস্থান এখন এতটাই হুমকির মধ্যে রয়েছে যে স্যামসাং তার মোবাইল ফোনগুলোতে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের বদলে ‘বিং’ রাখার কথা বিবেচনা করছে। স্যামসাংয়ের সঙ্গে গুগলের এই চুক্তিটি ৩০০ কোটি ডলারের। অ্যাপলের সঙ্গেও গুগলের ২০ হাজার কোটি ডলারের অনুরূপ চুক্তি রয়েছে। যদিও স্যামসাং কতটা গুরুত্ব সহকারে ডিফল্ট সার্চ ইঞ্জিন বদলানোর বিষয়টি বিবেচনা করছে, তা এখনো স্পষ্ট নয়। 

‘ম্যাগি’ প্রকল্পের অংশ হিসেবে নতুন টুল তৈরি ছাড়াও গুগল তার বিদ্যমান সার্চ ইঞ্জিনেও কিছু আমূল পরিবর্তন নিয়ে আসছে। টাইমস জানিয়েছে, গুগল কবে নতুন এই সার্চ ইঞ্জিন আনবে তার কোনও স্পষ্ট সময়সূচি নেই। যদিও নিউইয়র্ক টাইমস আগামী মাসেই আসার ইঙ্গিত দিয়েছে। 

অন্যান্য এআই টুলগুলোর সঙ্গে একটি ইমেজ জেনারেটর তৈরিতেও কাজ করছে গুগল। যার নাম জিআইএফআই (গিফি)। এ ছাড়া, টিভলি টিউটর নামের একটি ভাষা শেখার সিস্টেম নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি