হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

সরকারের অনুরোধে ইনস্টাগ্রামে ‘মুসলিম নিউজ’ পেজে ভারতীয়দের প্রবেশ বন্ধ করল মেটা

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতে মুসলমানদের সংবাদভিত্তিক জনপ্রিয় ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ বন্ধ করেছে মেটা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইনস্টাগ্রামে জনপ্রিয় মুসলিম পেজ ‘@Muslim’—এ ভারতী ব্যবহারকারীরা আর প্রবেশ করতে পারছেন না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা জানিয়েছে, আইন অনুযায়ী কনটেন্ট সীমিত করতে ভারত সরকারের অনুরোধে তারা এই পদক্ষেপ নিয়েছে। ৬৭ লাখ ফলোয়ারের এই পেজে ঢুকতে গেলে এখন ভারতের ব্যবহারকারীদের একটি বার্তা দেখাচ্ছে। তাতে লেখা, ‘এই অ্যাকাউন্টটি ভারতে দেখা যাচ্ছে না। কারণ, আমরা একটি আইনি অনুরোধ মেনে কনটেন্ট সীমিত করেছি।’

পেজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আমির আল-খাতাহতবেহ জানিয়েছেন, ভারতের ফলোয়ারদের কাছ থেকে তিনি শত শত বার্তা ও ইমেইল পেয়েছেন। তারা কেউ পেজটি দেখতে পারছেন না। তিনি বলেন, ‘মেটা ভারত সরকারের অনুরোধে আমাদের অ্যাকাউন্টটি ব্লক করেছে। এটা নিছক সেন্সরশিপ।’

এই বিষয়ে এএফপি যোগাযোগ করলে মেটা কোনো মন্তব্য করেনি। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা উল্লেখ করে বলেন, স্থানীয় আইন ভঙ্গ করে এমন কিছু থাকলে তা সরিয়ে নেওয়ার বা সীমিত করার নিয়ম তারা মেনে চলে।

এদিকে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি অভিনেতা ও ক্রিকেটারদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও একই ধরনের সীমাবদ্ধতা আরোপ করেছে ভারত।

এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। এর আগে, গত সপ্তাহের শুরুতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, ভারত সরকার হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফরের মতো বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে। তাঁদের অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয় বার্তা প্রদর্শিত হয়, যেখানে লেখা থাকে, ‘আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট ভারতে প্রদর্শনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি