হোম > প্রযুক্তি

মাইক্রোসফটের কোপাইলটে যুক্ত হলো চ্যাটজিপিটির ইমেজ জেনারেটর, যে সুবিধা পাওয়া যাবে

আজকের পত্রিকা ডেস্ক­

কোপাইলটে এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সরাসরি লেখা থেকে ছবি তৈরি করতে পারবেন। ছবি: মাইক্রোসফট

মাইক্রোসফট তাদের এআই সহকারী ‘কোপাইলট’-এ যুক্ত করল নতুন এক ফিচার। এর ফলে লেখার পাশাপাশি ব্যবহারকারীর বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারবে কোপাইলট। সর্বশেষ জিপিটি-৪ও মডেলের সাহায্যে এবার মাইক্রোসফট ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেল ও আউটলুকে বসেই তৈরি করা যাবে চোখধাঁধানো গ্রাফিকস বা বাস্তবভিত্তিক ছবি।

সোমবার এক ঘোষণায় মাইক্রোসফট জানায়, কোপাইলটে এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সরাসরি প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নথিপত্রে, উপস্থাপনায় কিংবা ই-মেইলে যুক্ত করতে পারবেন নিজের পছন্দমতো ছবি কোনো আলাদা ডিজাইন টুল ছাড়াই।

মাইক্রোসফট কোপাইলট কী

মাইক্রোসফট ৩৬৫-এর অংশ হিসেবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও টিমসের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনে যুক্ত করা হয়েছে এই এআই সহকারী। এটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন—নথি তৈরি, ডেটা বিশ্লেষণ, উপস্থাপনা বানানো, ই-মেইল ও মিটিং ব্যবস্থাপনা। নতুন আপডেটের ফলে এখন থেকে ছবি তৈরিও করবে কোপাইলট।

কোপাইলটের ইমেজ জেনারেটরে যে সুবিধা পাওয়া যাবে

জিপিটি-৪ও মডেল ব্যবহারে কোপাইলট এখন আরও উন্নতমানের ছবি তৈরি করতে পারবে। ব্যবহারকারীর লিখিত বর্ণনা অনুযায়ী তৈরি হবে বাস্তবভিত্তিক চিত্র, গ্রাফিকস, ইলাস্ট্রেশন। এমনকি বিদ্যমান ছবিতেও পরিবর্তন আনা যাবে, স্টাইল বদলানো যাবে এবং ছবিতে টেক্সট যুক্ত করা যাবে সহজেই।

প্রথমে শুধু ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য চালু হলেও এখন সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।

এদিকে, মাইক্রোসফট ডিজাইনার ও ইমেজ ক্রিয়েটরের মতো অন্য সৃষ্টিশীল টুলগুলো এখনো আগের ডাল-ই মডেল ব্যবহার করছে। সেখানে জিপিটি-৪ও ব্যবহার করে কোপাইলট আরও দ্রুত এবং নিখুঁত ছবি দিতে পারবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

এই আপডেটের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে গুগলের জেমিনি কিংবা ওপেনএআইয়ের অন্যান্য সেবার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায় মাইক্রোসফট।

তথ্যসূত্র: সিনেট

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও