হোম > প্রযুক্তি

মাইক্রোসফটের কোপাইলটে যুক্ত হলো চ্যাটজিপিটির ইমেজ জেনারেটর, যে সুবিধা পাওয়া যাবে

আজকের পত্রিকা ডেস্ক­

কোপাইলটে এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সরাসরি লেখা থেকে ছবি তৈরি করতে পারবেন। ছবি: মাইক্রোসফট

মাইক্রোসফট তাদের এআই সহকারী ‘কোপাইলট’-এ যুক্ত করল নতুন এক ফিচার। এর ফলে লেখার পাশাপাশি ব্যবহারকারীর বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারবে কোপাইলট। সর্বশেষ জিপিটি-৪ও মডেলের সাহায্যে এবার মাইক্রোসফট ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেল ও আউটলুকে বসেই তৈরি করা যাবে চোখধাঁধানো গ্রাফিকস বা বাস্তবভিত্তিক ছবি।

সোমবার এক ঘোষণায় মাইক্রোসফট জানায়, কোপাইলটে এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সরাসরি প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নথিপত্রে, উপস্থাপনায় কিংবা ই-মেইলে যুক্ত করতে পারবেন নিজের পছন্দমতো ছবি কোনো আলাদা ডিজাইন টুল ছাড়াই।

মাইক্রোসফট কোপাইলট কী

মাইক্রোসফট ৩৬৫-এর অংশ হিসেবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও টিমসের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনে যুক্ত করা হয়েছে এই এআই সহকারী। এটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন—নথি তৈরি, ডেটা বিশ্লেষণ, উপস্থাপনা বানানো, ই-মেইল ও মিটিং ব্যবস্থাপনা। নতুন আপডেটের ফলে এখন থেকে ছবি তৈরিও করবে কোপাইলট।

কোপাইলটের ইমেজ জেনারেটরে যে সুবিধা পাওয়া যাবে

জিপিটি-৪ও মডেল ব্যবহারে কোপাইলট এখন আরও উন্নতমানের ছবি তৈরি করতে পারবে। ব্যবহারকারীর লিখিত বর্ণনা অনুযায়ী তৈরি হবে বাস্তবভিত্তিক চিত্র, গ্রাফিকস, ইলাস্ট্রেশন। এমনকি বিদ্যমান ছবিতেও পরিবর্তন আনা যাবে, স্টাইল বদলানো যাবে এবং ছবিতে টেক্সট যুক্ত করা যাবে সহজেই।

প্রথমে শুধু ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য চালু হলেও এখন সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।

এদিকে, মাইক্রোসফট ডিজাইনার ও ইমেজ ক্রিয়েটরের মতো অন্য সৃষ্টিশীল টুলগুলো এখনো আগের ডাল-ই মডেল ব্যবহার করছে। সেখানে জিপিটি-৪ও ব্যবহার করে কোপাইলট আরও দ্রুত এবং নিখুঁত ছবি দিতে পারবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

এই আপডেটের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে গুগলের জেমিনি কিংবা ওপেনএআইয়ের অন্যান্য সেবার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায় মাইক্রোসফট।

তথ্যসূত্র: সিনেট

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব