হোম > প্রযুক্তি

চিপ ডিজাইনে জেনারেটিভ এআই ব্যবহারে আগ্রহী অ্যাপল

আজকের পত্রিকা ডেস্ক­

অ্যাপল একবার সিদ্ধান্ত নিলে আর পেছনে ফিরে তাকায় না। ছবি: আরব টাইমস

ক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল তাদের ডিভাইসে ব্যবহৃত কাস্টম চিপ ডিজাইনের গতি বাড়াতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। গত মাসে বেলজিয়ামের এক অনুষ্ঠানে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব হার্ডওয়্যার টেকনোলজিস জনি স্রোজি এ কথা জানান।

এই অনুষ্ঠানে তিনি ইমেক নামে একটি স্বাধীন সেমিকন্ডাক্টর গবেষণা ও উন্নয়ন সংস্থার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিষ্ঠান বিশ্বের প্রায় সব বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে থাকে।

সংবাদ সংস্থা রয়টার্স তাদের হাতে থাকা স্রোজির বক্তৃতার একটি রেকর্ডিং পর্যালোচনা করে জানায়, ওই বক্তব্যে অ্যাপলের নিজস্ব চিপ তৈরির যাত্রাপথ তুলে ধরেন তিনি। ২০১০ সালে আইফোনে ব্যবহৃত প্রথম এ৪ চিপ থেকে শুরু করে সর্বশেষ ম্যাক কম্পিউটার ও ভিশন প্রো হেডসেটে ব্যবহৃত চিপগুলোর কথা বলেন তিনি।

স্রোজি বলেন, চিপ ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবচেয়ে আধুনিক ও অগ্রগামী প্রযুক্তি ব্যবহার করা। এ জন্য ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহারের ওপর জোর দেন তিনি।

বর্তমানে ইডিএ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস ও সিনোপসিস—এ দুই প্রতিষ্ঠান জেনারেটিভ এআই যুক্ত করে তাদের সফটওয়্যারের সক্ষমতা বাড়াচ্ছে।

স্রোজি বলেন, ‘আমাদের জটিল চিপ ডিজাইন প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইডিএ কোম্পানিগুলো। জেনারেটিভ এআই প্রযুক্তি কম সময়ে বেশি ডিজাইন কাজ সম্পন্ন করতে পারে, ফলে এটি বিশাল এক উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যম হতে পারে।’

অ্যাপলের আরেকটি বড় প্রবণতা হলো একবার সিদ্ধান্ত নিলে পেছনে ফিরে না তাকানো। স্রোজি বলেন, ‘২০২০ সালে আমরা যখন ম্যাক কম্পিউটারকে ইন্টেলের চিপ থেকে নিজেদের অ্যাপল সিলিকন চিপে রূপান্তর করার সিদ্ধান্ত নিই, তখন কোনো ব্যাকআপ পরিকল্পনা রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ম্যাককে অ্যাপল সিলিকনে রূপান্তর করা ছিল আমাদের জন্য এক বিশাল পদক্ষেপ। কোনো বিকল্প পরিকল্পনা ছিল না, কোনো বিভক্ত লাইনআপও ছিল না—আমরা পুরোপুরি সেই পথে অগ্রসর হই। এর সঙ্গে যুক্ত ছিল এক বিশাল সফটওয়্যার প্রকল্প।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব