হোম > প্রযুক্তি

জেনারেটিভ এআই ব্যবহার করে হ্যাকারদের সাইবার হামলা

জেনারেটিভ এআই টুল (জিএআই) ব্যবহার করে হ্যাকাররা সাইবার হামলা করছে বলে দাবি করছে মাইক্রোসফট ও ওপেনএআই। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে এসব হ্যাকিং গ্রুপের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। 

জেনারেটিভ এআই টুল হলো- এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল। টুলগুলোর নতুন তথ্য তৈরি করার ক্ষমতা রয়েছে। তবে মাইক্রোসফট বলছে, কোড ডিবাগিং (কোনো প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করা), কোনো গবেষণা সম্পর্কিত তথ্য খুঁজতে, সামাজিক প্রকৌশলের কৌশল উন্নয়ন, ফিশিং ইমেইলের খসড়া তৈরি ও টেক্সট অনুবাদের জন্য ওপেনএআইয়ের টুলগুলো ব্যবহার করছে হ্যাকাররা। 

এন্ডগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি জানার পর হ্যাকিং গ্রুপের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওপেনএআই। 

রাশিয়ার হ্যাকিং গ্রুপ ফরেস্ট ব্লিজার্ডও (ফ্যান্সি বিয়ার বা এপিটি ১২ নামে বেশি পরিচিত) ওপেনএআই প্ল্যাটফর্ম ব্যবহার করে। 

মাইক্রোসফট বলেছে, হ্যাকাররা স্যাটেলাইট কমিউনিকেশন প্রোটোকল বা স্যাটেলাইট নেটওয়ার্ক, রেডার ইমেজিং টেকনোলজি ও স্ক্রিপ্ট তৈরির জন্য ওপেনএআইয়ের টুল ব্যবহার করে। 

সাইবার নিরাপত্তার অংশ হিসেবে মাইক্রোসফট উত্তর কোরিয়ার ৩০০টি হ্যাকিং গ্রুপকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে ১৬০টি সরকার সমর্থিত গ্রুপ রয়েছে। ওপেনএআইকে এই তথ্য দেওয়ার পর প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়। 

ওপেনএআই বলছে, প্ল্যাটফর্মের ত্রুটিগুলো চিহ্নিত করতে ও সংশোধন করতে বিনিয়োগ করছে কোম্পানিটি। ওপেনএআইয়ের কর্মীরা হ্যাকারদের কৌশলগুলো বোঝার জন্য নিজস্ব মডেল তৈরি করে। আর মডেলগুলো ওপেনএআইয়ের টুলগুলোর সঙ্গে কীভাবে কাজ করে, তা পরীক্ষা করে দেখেন ওপেনএআইয়ের কর্মীরা। এর মাধ্যমে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করা যায়। অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে বা চ্যাটজিপিটিতে হ্যাকারদের প্রবেশাধিকার বন্ধ করে চ্যাটিজিপিটির সুরক্ষিত নিশ্চিত করছে বলে ওপেনএআই জানিয়েছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি