বিশ্বের জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। চিরচেনা সেই সিস্টেমে যোগ হতে চলেছে নতুন আপডেট, যা বদলে দেবে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা।
আগামী ১৪ মে অনুষ্ঠেয় ‘গুগল আইও ২০২৪’ সম্মেলনে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমসহ (ওএস) বেশ কিছু নতুন সুবিধা আনার ঘোষণা দেবে গুগল। দারুণ সব ফিচার যোগ হতে চলেছে এতে। বর্তমানে গুগল পিক্সেল 8 স্মার্টফোনে পাওয়া গেলেও ভবিষ্যতে একাধিক স্মার্টফোনে এই আপডেট যোগ হবে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, মহাকাশ ও রকেট থেকে অনুপ্রাণিত হয়ে নতুন লোগো আনছে অ্যান্ড্রয়েড ১৫। কিছুটা অ্যান্ড্রয়েড ১৪ লোগোর মতোই হবে সেটি। বিশ্লেষকদের অনেকেই জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ১৫ ভ্যানিলা আইসক্রিম নামে লঞ্চ করবে গুগল।
বর্তমানে একাধিক স্মার্টফোনে স্যাটেলাইট সংযুক্তির ফিচার রয়েছে। এটি আরও সহজ করে দিতে চলেছে গুগল। বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহার করতে পারবে। আইফোন ১৫তেও রয়েছে এই ফিচার। এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকবে স্যাটেলাইট কানেকটিভিটি। অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারকারীরা স্মার্টফোনগুলোকে উইন্ডোজ ১১-এর সঙ্গে যুক্ত করার সময় হাই-কোয়ালিটি ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করার অনুমতি পাবেন। গুগল পিক্সেল স্মার্টফোনগুলো ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করা যায়।
স্যামসাং, মোটোরোলাসহ একাধিক প্রতিষ্ঠান ভাঁজ করা যায়—এমন স্মার্টফোন এনেছে বাজারে। এবার তাতে আরও দ্রুত পারফরম্যান্স যোগ করতে চলেছে অ্যান্ড্রয়েড ১৫। এতে বাড়বে ডিসপ্লে কোয়ালিটি। অ্যান্ড্রয়েড ১৫ রোল আউট হলে ভাঁজ করা যায় এমন স্মার্টফোনে একটি নতুন টাস্কবারও যোগ হবে। ক্যামেরার উজ্জ্বলতা বাড়ানো, ফ্ল্যাশ লাইট কন্ট্রোল, লো লাইট ক্যামেরা ইত্যাদি আরও ভালো কাস্টমাইজ করা যাবে। এই অপারেটিং সিস্টেম স্মার্টফোনগুলোর ক্যামেরা আরও দক্ষ ও উন্নত করে তুলবে।