হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর নিরাপত্তা আরও বাড়াচ্ছে গুগল

প্রযুক্তি ডেস্ক

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর পরিকল্পনা করেছে টেক জায়ান্ট গুগল। ফলে, ২০২৩ সালের পর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আর গুগলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি অনুমতি ছাড়া ট্র্যাক করতে পারবে না। প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ বিষয়টি জানা গেছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুগল তাঁদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ব্রাউজারে ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পরিকল্পনা করেছে। ক্রমান্বয়ে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতেও ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পদক্ষেপ নেওয়া হবে। গুগলের এই তথাকথিত ‘স্যান্ডবক্স প্রকল্পের’ লক্ষ্য হল ব্যবহারকারীর ডেটার পরিমাণ কমানো, যাতে বিজ্ঞাপনদাতারা এসব তথ্য কম সংগ্রহ করতে পারে। 

এই সিদ্ধান্ত অনুযায়ী অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত গুগলের ক্রোম ব্রাউজারসহ অন্য অ্যাপ্লিকেশনগুলোতে থার্ড-পার্টি অ্যাপ্লিকেশনগুলো বিজ্ঞাপনের ব্যবহারকারীদের ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৩ সালের মধ্যে। 

এ দিকে, গুগলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাপল অনেক আগে থেকেই ডেটা ট্র্যাক করার আগে ব্যবহারকারীদের কাছ থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপারদের অনুমতি নিতে বাধ্য করে। 

বিশ্লেষকদের ধারণা, এই খবরটি মেটার মতো সংস্থাগুলোর জন্য একটি বড় ধরনের ধাক্কা হবে, যারা ভোক্তাদের তাঁদের প্ল্যাটফর্মে ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করতে অনুমতি দেয় বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপারদের। 

উল্লেখ্য, বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় ৮৫ শতাংশই গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব