হোম > প্রযুক্তি

গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির সমাধান দেবে গুগল

গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির মতো জটিল বিষয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহায়তা দিতে সার্চ ও লেন্সে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। সার্চবারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে ধাপে ধাপে সমাধান দেবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটডস নাওয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

গুগলের প্রডাক্ট লিড রব ওং বলেন, ফিচারগুলো মানুষের জানার আগ্রহ বাড়াবে ও নির্বিঘ্নে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে। 

শিক্ষার্থীদের উপযোগী করে প্ল্যাটফর্মটির সার্চ ও লেন্স আপডেট করা হয়েছে। বিজ্ঞান ও গণিত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেবে গুগল। ‘ম্যাথ সলভার’ নামে ফিচার এখন ডেস্কটপে ব্যবহার করা যাবে। শিগররিই মোবাইল ভার্সনেও এটি ছাড়া হবে। 

সমীকরণ সমাধানের জন্য ‘ম্যাথ সলভার’ 
বিজ্ঞান ও গণিতের সমস্যা সমাধানে ম্যাথ সলভার সাহায্য করবে। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের মত বিষয়েও এই ফিচার সাহায্য করতে পারবে। এসব বিষয়ে সমীকরণ সার্চ বারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে গুগল ধাপে ধাপে সমাধানগুলো দেখাবে। 

জ্যামিতির জন্য গুগল লেন্স 
জ্যামিতির অনেক সমস্যার শুধুমাত্র শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। লেন্স টুলগুলো বিভিন্ন ভিজ্যুয়াল সমস্যা বুঝতে সাহায্য করে। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এরকম জ্যামিতির বিভিন্ন সমস্যা পরিষ্কার করে বোঝাবে গুগল। 

এআই দিয়ে পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান 
উন্নত ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শব্দের সমস্যা দেবে গুগল। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিচারের পরিচিতি, অজানা মান শনাক্ত ও সমস্যা সমাধানের জন্য সঠিক সূত্র নির্বাচন করতে সহায়তা করে এই ফিচার। 

দেখার মাধ্যমে বিষয়গুলো জানা 
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার মত বিষয়গুলোর এক হাজারটিরও বেশি ৩ডি মডেল ও ডায়াগ্রাম  গুগলে পাওয়া যাবে। এগুলো শিক্ষার্থীদের দেখে দেখে বুঝতে সাহায্য করবে।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও