হোম > প্রযুক্তি

মেসেজ অনুবাদসহ একাধিক নতুন ফিচার চালু হলো ইনস্টাগ্রামে

ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেছে। ছবি: এমপ্লিফাই

ইনস্টাগ্রাম গতকাল বুধবার তাদের ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবায় নতুন কিছু ফিচার চালু করার ঘোষণা দিয়েছে। এবার ব্যবহারকারীরা মেসেজ অনুবাদ, শিডিউলিং ও চ্যাট উইন্ডোতে সহজে মিউজিক শেয়ার করতে পারবেন। আগে যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনটি চ্যাট থ্রেড পিন করতে পারতেন, সেখানে এখন তাঁরা নির্দিষ্ট মেসেজও পিন করতে পারবেন।

ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেছে। প্রথম ফিচারটি হলো মেসেজের অনুবাদ, যা ব্যবহারকারীদের অন্যদের পাঠানো মেসেজ পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ দেবে। বর্তমানে ফিচারটি ৯৯টি ভাষা সমর্থন করে। ইনস্টাগ্রাম জানিয়েছে, অনুবাদ করা মেসেজগুলো মেটার সঙ্গে শেয়ার করা হবে।

আরেকটি নতুন ফিচার হলো মেসেজ শিডিউলিং। অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর যেভাবে আইফোনে মেসেজ শিডিউল করার সুবিধা চালু হয়েছিল, ঠিক সেভাবে এবার ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা মেসেজ শিডিউল করতে পারবেন। ব্যবহারকারীরা শুধু ‘সেন্ড’ বাটনে চাপ দিয়ে শিডিউল করার জন্য তারিখ ও সময় নির্বাচন করে মেসেজ পাঠাতে পারবেন। এ ছাড়া রিমাইন্ডারও শিডিউল করা যাবে।

ইনস্টাগ্রাম তাদের নতুন আপডেটে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ চ্যাটগুলো খুঁজে বের করতে এবং সেগুলো সহজে অ্যাকসেস করার সুবিধা নিশ্চিত করেছে। এর আগে যেখানে তিনটি চ্যাট থ্রেড পিন করার সুযোগ ছিল, এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট মেসেজ পিন করতে পারবেন। ফিচারটি ব্যবহার করতে হলে মেসেজটি চাপ দিয়ে ধরে ‘পিন’ অপশনটি নির্বাচন করতে হবে।

এদিকে ডিএমে বন্ধুদের সঙ্গে নতুন মিউজিক নিয়ে কথা বলার সময় চ্যাট উইন্ডোতে ৩০ সেকেন্ডের মিউজিক প্রিভিউ শেয়ার করতে পারবেন। সুবিধাটি সাধারণ চ্যাট ও গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রে কার্যকর। মিউজিক শেয়ারের জন্য চ্যাটের স্টিকার ট্রেতে গিয়ে ‘মিউজিক’ অপশনে ক্লিক করে পছন্দের গান খুঁজে নিতে হবে এবং সেই ট্র্যাক নির্বাচন করে ৩০ সেকেন্ডের প্রিভিউ পাঠানো যাবে।

অন্যদের পাঠানো মেসেজ পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ দেবে। ছবি: ইনস্টাগ্রাম

অবশেষে গ্রুপ চ্যাটের জন্য পার্সোনালাইজড কিউআর কোড শেয়ার করার সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট গ্রুপ চ্যাটের কিউআর কোড তৈরি করে সেটি অন্যদের কাছে শেয়ার করতে পারবেন। অন্যরা কোডটি স্ক্যান করে সেই গ্রুপ চ্যাটে যোগ দিতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে, এতে প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে গ্রুপে যোগ করার প্রয়োজন হবে না।

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি