হোম > প্রযুক্তি

জাকারবার্গের সার্ফিং ভিডিও নিয়ে মশকরা করলেন ইলন মাস্ক 

যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) ব্যতিক্রমীভাবে উদ্‌যাপন করেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। নিজের দেশের পতাকা নিয়ে সমুদ্রে সার্ফিং করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে জাকারবার্গের ভিডিওটি নিয়ে মশকরা করতে ভুললেন না ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক। 

জাকারবার্গের ভিডিওতে দেখা যায়, চেইন নেকলেস ও স্যুট পরে সমুদ্রে সার্ফ করছেন তিনি। সেই সঙ্গে মেটার রে-ব্যান স্মার্ট সানগ্লাস চোখে পরে পতাকা নাড়ছেন। এক্স প্ল্যাটফরমেও এই ভিডিও অনেকেই শেয়ার করেন। এমনই এক পোস্টের রিঅ্যাকশনে জাকারবার্গকে নিয়ে মশকরা করেন ইলন মাস্ক।

ইলন মাস্ক ঠাট্টা করে বলেন, ‘সে তার ইয়টগুলোতে মজা করতে থাকুক। আর আমি কাজ করতে পছন্দ করি।’ 

ইলন মাস্কের পোস্টেও ৪ লাখ ৩০ হাজারেরও বেশি ভিউ হয় এবং পোস্টটিতে ১১ হাজার লাইক পড়েছে। মাস্কের পোস্টেও অনেকে কমেন্ট করে। ইলন মাস্ককে উদ্দেশ্য করে এক্সের এক ব্যবহারকারী বলেন, ‘আপনি টুইটার (এক্স) থেকে এক সপ্তাহের ছুটি নিলে আমরা খুশি হব।’ আরেকজন বলেন, ইলন মাস্ক হিংসা করে এমন মন্তব্য করেছেন। 

ব্যবসার বাইরেও দুই কোটিপতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে ঠাট্টা-মশকরা করেন তাঁরা। গত বছরের জুলাই মাসে থ্রেডস চালু হওয়ার পর সামাজিক মাধ্যমের এ দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে কেজ ফাইট বা মল্লযুদ্ধ হবে বলে ঘোষণা আসে। এরপর কয়েক মাস ধরে মল্লযুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি জবাব দেন তাঁরা। মল্লযুদ্ধের জন্য মার্ক জাকারবার্গ ফেসবুকে তারিখও জানিয়ে দেন। গত বছরের আগস্টে থ্রেডসের এক পোস্টে তিনি বলেন, ইলন মাস্ক এই প্রতিযোগিতা নিয়ে আন্তরিক নন। এ কারণে বিষয়টি নিয়ে আটকে না থেকে মল্লযুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানো উচিত।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি