প্রায় সবার হাতেই এখন স্মার্টফোন। এতে যেমন নানা সুবিধা ভোগ করা যায়, তেমনি পড়তে হয় কিছু ভোগান্তিতেও। একটি ভোগান্তি বা সমস্যা হলো ট্র্যাকিং। এর শিকার হলে গোপন বলে আর কিছুই থাকে না। এতে হুমকিতে পড়তে পারে মোবাইল ফোন ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়টি। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। খানিকটা সতর্ক থাকলে এ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
ট্র্যাকিং হচ্ছে বুঝবেন কীভাবে
যা করবেন
তথ্যসূত্র: এমওইউ