সম্প্রতি একটি সাইবার সিকিউরিটি গ্রুপ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে শিশুদের যৌন নির্যাতনের ছবি ছড়ানো কিছুতেই থামছে না। ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশনের (আইডব্লিউএফ) পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মেটাকে। তারা জানিয়েছে, বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়েই চলেছে।
আইডব্লিউএফ এমন একটি সংস্থা, যা ইন্টারনেট থেকে শিশু নির্যাতন বিষয়বস্তু শনাক্ত এবং অপসারণ করতে সাহায্য করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শিশুদের সুরক্ষার জন্য আরও কিছু করা এবং সুরক্ষাব্যবস্থা স্থাপন করার জন্য মেটার প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র জানান, ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট করতে পারেন। সেই ব্যবস্থা অ্যাপটিতে রয়েছে। রিপোর্ট হলে ক্ষতিকর কনটেন্ট শেয়ার করে এমন ব্যবহারকারীদের নিষিদ্ধ করার এখতিয়ার রাখে মেটা কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি