হোম > প্রযুক্তি

সারা দেশে অভিন্ন রেটে ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকাসহ সারা দেশে ইন্টারনেটের অভিন্ন দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘এক দেশ, এক রেট’ ট্যারিফের আওতায় ব্রডব্যান্ড সেবাদাতাদের প্রত্যন্ত অঞ্চলেও এই দামে ইন্টারনেট সংযোগ দিতে হবে। আজ রোববার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

‘এক দেশ এক রেট’ উদ্যোগের আওতায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আছে তিনটি প্যাকেজ। সারা দেশে পাঁচ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস ১ হাজার ২০০ টাকায় পাওয়া যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ব্রডব্যান্ডের এক দেশ, এক রেটের যাত্রায় লাভবান হবে প্রান্তিক অঞ্চলের লোকজন। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের এখন ফ্রিল্যান্সিং করার জন্য ঢাকায় আসতে হবে না। নিজের এলাকায় তাঁদের জন্য কাজটি এখন সহজ হয়ে গেল। এই কর্মসূচির আওতায় দেশের সব অঞ্চলের মানুষদের মাঝে সেতু বন্ধন তৈরি হলো। এর ফলে টেলিমেডিসিন ও ই-কমার্স সুবিধাসহ সরকারের বিভিন্ন সুবিধা তাঁরা সহজেই ভোগ করতে পারবেন।

এই উদ্যোগের জন্য বিটিআরসিকে ধন্যবাদ জানিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপিএবির) সভাপতি আমিনুল হাকিম সারা দেশের মানুষকে সুলভ মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে বিটিআরসিকে সব সময় তাদের পাশে থাকার আহ্বান জানান।

বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য এটিকে যুগান্তকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন বলেন, ইন্টারনেটের এক মূল্য নির্ধারণ হওয়ায় গ্রাহকরা প্রতারণার হাত থেকে বাঁচবেন। তবে দামের সঙ্গে গ্রাহকরা যেন ইন্টারনেট স্পিড ঠিকমতো পান সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে ব্রডব্যান্ডের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। কারণ বেশি পরিমাণে গ্রাহক ব্রডব্যান্ড ব্যবহারে আগ্রহী হবে। যা ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি