ফের টিকটকের ফিচার নকল করে ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফরম্যাট নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বুধবার এক ঘোষণায় নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় এই প্ল্যাটফরম। ফলে ব্যবহারকারীরা ফেসবুকের দীর্ঘ ভিডিও, রিলস, লাইভ কনটেন্ট ভার্টিক্যাল ফরম্যাটে পুরো স্ক্রিন জুড়ে লম্বালম্বিভাবে দেখতে পারবে।
এ ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও সুপারিশ করার জন্য ফেসবুকের রেকমেন্ডেশন ভিডিও ফিচারটিও আরও উন্নত করেছে কোম্পানিটি।
এ সম্পর্কে এক ব্লগ পোস্টে ফেসবুক বলে, ‘আমরা আপনাকে একটি দৈনন্দিন মেকআপ রুটিনের জন্য একটি রিল বা অভিজ্ঞ বাড়ির মালিকদের কাছ থেকে বাড়ি ঠিকঠাক করার বিষয়ে একটি দীর্ঘ টিউটোরিয়াল ভিডিও সুপারিশ করতে পারি।’
ফেসবুকের নতুন ভিডিও প্লেয়ারের নিচে অনেকগুলো অপশনও যুক্ত করা হয়েছে। এগুলো মাধ্যমে ভিডিওটি টেনে এগিয়ে নেওয়া যাবে বা পেছনে নেওয়া যাবে। পাশাপাশি ভিডিওটি পজ ও প্লেব্যাকের গতি পরিবর্তন করারও অপশন থাকবে। টিকটকে অপশনগুলো আগে থেকেই ছিল।
আগামী কয়েক সপ্তাহ ধরে এসব পরিবর্তন ফেসবুকে যুক্ত করা হবে। ফেসবুকে ভার্টিক্যাল ভিডিও মোডটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা আনুভূমিকভাবেও ভিডিও দেখতে পারবে। এর জন্য ফোন আনুভূমিকভাবে ঘুরিয়ে নিতে হবে ব্যবহারকারীদের।
এই পরিবর্তনের কারণে আরও বেশি ক্রিয়েটর ফেসবুকে রিল পোস্ট করা শুরু করতে পারেন। অ্যাপটিতে সিনেমার ট্রেলার ও মিউজিক ভিডিওর মতো সাধারণত অনুভূমিক ভিডিও ফরম্যাটগুলোকে কীভাবে প্রভাবিত হবে তা ফিচারটি উন্মোচনের পরেই বোঝা যাবে।
টিকটকের এই ভিডিও ফরম্যাট শুধু ফেসবুকই নকল করেনি, শর্টস ফিচারের মাধ্যমে এই ভিডিও ফরম্যাট চালু করছে ইউটিউব। তবে ইউটিউব শর্টসে শুধু কম দৈর্ঘ্যের ভিডিও দেখা যায়।
অন্যদিকে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধা নিয়ে আসছে টিকটক। ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ৩০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার সুবিধাও নিয়ে আসছে এই প্ল্যাটফরম।
তথ্যসূত্র: ম্যাশাবল