সম্প্রতি ইউক্রেনের বেশ কিছু ব্যাংকিং ও সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। এ নিয়ে গতকাল শুক্রবার রুশ সামরিক হ্যাকারদের দায়ী করে একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ইউক্রেনের বিবৃতির পর এক টুইটার বার্তায় আজ শনিবার এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার দূতাবাস।
ওই টুইট বার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাইডেন প্রশাসনের এই ভিত্তিহীন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ ধরনের সাইবার হামলার সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই। তা ছাড়া সাইবার স্পেসে এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করেনি রাশিয়া।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যান নিউবার্গার ইউক্রেনে সাইবার হামলার জন্য রাশিয়ার সামরিক গোয়েন্দাদের দায়ী করেন।