শিশু-কিশোরদের গেমিং আসক্তি রোধে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে চীনের ২০০ টির বেশি গেমিং প্রতিষ্ঠান। এমনকি গেম খেলার ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের চিহ্নিত করতে ফেশিয়াল রিকগনিশন চালু করতে যাচ্ছে তারা।
আজ শুক্রবার চীনের অনলাইন গেম নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন’ (এনপিপিএ)-এর সঙ্গে যুক্ত থাকা সিজিআইসি গেমিং অ্যাসোসিয়েশনের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতি থেকে এ কথা জানা যায়। এই বিবৃতিতে স্বাক্ষর করেছে টেনসেন্ট ও নেটএজসহ আরও ২১৩টি গেমিং কোম্পানি।
সিজিআইজিসি জানিয়েছে, শিশু-কিশোরদের আসক্তি রোধে গেমিং সংস্থাগুলো প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ বিদেশি গেমিং প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণেও কাজ করবে।
গত জুলাই মাসে চীনের টেনসেন্ট কোম্পানি ‘মিড নাইট পেট্রল’ নামে ফেশিয়াল রিকগনিশন ফাংশন চালু করেছিল, যা সন্তানদের তাদের বাবা-মায়ের অ্যাকাউন্ট ব্যবহার করে গেমে লগইন করতে বাধা দেয়।