হোম > প্রযুক্তি

বিদ্যুৎবিভ্রাটে আইপিএস

অনন্যা দাস

আজকাল পাওয়ার আউটেজ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইদানীং তো রুটিনমাফিক লোডশেডিং হচ্ছে সবার ঘরে। লোডশেডিংয়ের এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সহজ সমাধান হচ্ছে আইপিএস। এটি প্রধানত চার্জারের মাধ্যমে ডিসি আকারে এসি পাওয়ার থেকে ব্যাটারি পর্যন্ত শক্তি সঞ্চয় করে এবং  বিদ্যুৎবিভ্রাট বা লোডশেডিংয়ের ক্ষেত্রে ঝটপট বিদ্যুৎ সরবরাহ করে। আপনার যদি শক্তিশালী আইপিএস থাকে তাহলে আপনি টিভি, রেফ্রিজারেটর, এসি ইত্যাদির মতো ভারী ঘরোয়া যন্ত্র চালাতে পারবেন। অন্যথায় দৈনন্দিন যন্ত্রপাতি যেমন লাইট, ফ্যান ইত্যাদি চালাতে পারবেন।

আইপিএসের সুবিধা
স্বয়ংক্রিয় আইপিএসের একটি প্রধান সুবিধা হলো, এটি স্বয়ংক্রিয়ভাবে চলে। যখনই স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, তখনই এটি নিজে থেকেই চালু হয়ে যায়। 

  • আপনার আইপিএস কত ওয়াটের, সেটা জানতে হবে। কারণ এই ওয়াটের ওপর নির্ভর করেই পাওয়ার কম-বেশি হবে।
  • এর সর্বনিম্ন ইনপুট ভোল্টেজ জেনে রাখতে হবে। এ ভোল্টেজ থেকে আইপিএস কোনো প্রকার সমস্যা ছাড়া চার্জ নিতে পারবে। আদর্শ হলো ১৪০ ভোল্ট।
  •  আইপিএসটি ওভারলোডেড প্রটেক্টেড কি না সেটা জেনে নিতে হবে।
  • ব্যাটারির চার্জ ভোল্টেজ ঠিক না থাকলে পানি শুকিয়ে যায়। তাই নিয়মিত দেখতে হবে পানি আছে কি না। 

নীরব 
সাধারণত সাধারণ পাওয়ার জেনারেটর মেশিন থেকে শব্দ তৈরি হয়, যা শব্দদূষণের জন্য দায়ী। কিন্তু আইপিএস জেনারেটর বা অন্যান্য শক্তি উৎপাদনকারী মেশিনের বিপরীতে সম্পূর্ণ শব্দহীনভাবে কাজ করে। 

জীবাশ্ম জ্বালানি দরকার নেই
আইপিএস চালাতে পেট্রল বা ডিজেলের মতো কোনো জ্বালানির প্রয়োজন হয় না। এটির নিজস্ব ব্যাটারি রয়েছে। সে ব্যাটারি বাসার স্বাভাবিক পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চার্জ হয়। 

শক্তি সঞ্চয় 
আইপিএসের একটি প্রধান বৈশিষ্ট্য হলো পাওয়ার স্টোরেজ ক্ষমতা। এটি স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে শক্তি সংগ্রহ করে এবং ব্যাটারিতে সংরক্ষণ করে। বিদ্যুৎ সরবরাহের অভাবে এটি ইলেকট্রনিকস পণ্য চালানোর জন্য শক্তি সরবরাহ করে।

দরদাম
বাজারে রহিম আফরোজ, লুমিনাস, হামকো, পাওয়ার আইপিএস, মাইক্রোটেক ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস পাওয়া যায়। এগুলোর দাম ব্র্যান্ড ভেদে কিছুটা কমবেশি হলেও মোটামুটি কাছাকাছিই। সাধারণত ৫০০ ওয়াটের আইপিএসের দাম ৬ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়। ৮০০ ওয়াটের আইপিএসের দাম ৮ হাজার টাকা থেকে শুরু এবং ১ হাজার ওয়াটের আইপিএসগুলোর দাম ১০ হাজার টাকা থেকে শুরু হয়। এ ছাড়া ৩ হাজার টাকা দামের মিনি আইপিএস পাওয়া যায়, যেগুলো দিয়ে রাউটার, মোবাইল চার্জ দেওয়ার কাজ করা যায়। 

কোথা থেকে কিনবেন
ঢাকা নিউমার্কেট, বনানী ডিসিসি মার্কেট কিংবা যেকোনো বড় মার্কেটের ইলেকট্রনিকস পণ্যের দোকানে  পাওয়া যাবে এই জিনিস। অথবা পছন্দমাফিক ব্র্যান্ডের অনলাইন পেজে বা শোরুম থেকেও কেনা যাবে আইপিএস। এ ছাড়া দারাজ,বিডিস্টল অন্য বা কোনো ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের খোঁজ মিলবে।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও