হোম > প্রযুক্তি

আইওএস ১৫'র নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক

অ্যাপল সম্প্রতি চালু করেছে অপারেটিং সিস্টেম আইওএস ১৫। আইফোন ৬ এস এবং এর পরে মুক্তি পাওয়া সকল আইফোন সেটে আইওএস ১৫ সাপোর্ট করবে। নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে নতুন বেশকিছু ফিচার। এই ফিচারগুলো নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। 

ফিচারগুলো-
 ১. নতুন এই অপারেটিং সিস্টেমে কথা বলার সময় দারুণ অভিজ্ঞতা লাভ করবে গ্রাহকরা। কথা বলার সময় যে নয়েজ থাকবে সেটা চিহ্নিত করে সরিয়ে ফেলবে এই অপারেটিং সিস্টেম। ফলে গ্রাহকরা অসাধারণ অডিও কোয়ালিটিতে কথা বলতে পারবে। 

 ২. ভিডিও কলে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড ঝাঁপসা করে নিতে পারবে ব্যবহারকারী। ফলে যে কথা বলছে তাঁকে আরও স্পষ্ট দেখা যাবে। 

 ৩. গ্রিড ভিউের সুবিধা দেবে আইওএস ১৫ অপারেটিং সিস্টেম। ফলে অনেকজন একসাথে থাকলে কলের সব অংশগ্রহণকারীকে গ্রিড আকারে দেখা সম্ভব হবে। 

 ৪. অন্য অ্যাপ থেকে কোন অডিও এক সঙ্গে শোনা যাবে ও ভিডিও দেখা যাবে আইওএস ১৫ অপারেটিং সিস্টেমের কল্যাণে। আর এটি সম্ভব হবে এই অপারেটিং সিস্টেমে শেয়ার প্লে অপশন থাকার কারণে। 

 ৫. আইওএস ১৫ 'র ফোকাস মুড একটি দারুণ অপশন। কাজের সময় যাতে ব্যবহারকারীর ফোকাস বৃদ্ধি পায় সে বিষয়টি মাথায় রেখে বেশকিছু অপশন চালু করা হয়েছে আইওএস ১৫ এর ফোকাস মুডে। 

এছাড়া আইওএস ১৫ এর কারণে ফটোজ, ম্যাপস, ম্যাসেজেস, উইজেটস অপশনে ব্যবহারকারীরা পাবে নতুনত্বের ছোঁয়া। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব