হোম > প্রযুক্তি

ইউটিউব চ্যানেলের দর্শক বাড়াতে ১০ টিপস

ফিচার ডেস্ক

ইউটিউবের আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন। ছবি: স্টারজসফট

যদি নিজের ইউটিউব চ্যানেলের দর্শক আপনি বাড়াতে চান, তাহলে ভিডিওর গুণমান এবং চ্যানেলের উন্নয়নের জন্য বিশেষভাবে নজর দিতে হবে। বিশ্বজুড়ে মানুষ প্রতিদিন ১ বিলিয়নের বেশি ঘণ্টা ইউটিউব ভিডিও দেখছে। আপনার ভিডিওকেও সেই তালিকায় রাখতে হলে কিছু টিপস কাজে লাগাতে পারেন।

চ্যানেলের জন্য সঠিক নাম বাছাই

সহজে মনে থাকে, চ্যানেলের নাম এমন হওয়া উচিত। আপনি কোন বিষয়ের ভিডিও তৈরি করছেন, চ্যানেলের নাম থেকে যেন সেটি বোঝা যায়।

বিষয়বস্তু ঠিক করা

আপনি কোন ধরনের ভিডিও বানাতে চান, সেটি ঠিক করুন। যেমন কুকিং, ইয়োগা বা গেমিং ইত্যাদি। এতে দর্শক আপনাকে সহজে খুঁজে পাবে।

চ্যানেল অপটিমাইজ করা

চ্যানেলের প্রোফাইল ছবি, ব্যানার, ভিডিও ওয়াটারমার্ক, চ্যানেলের বর্ণনা, যোগাযোগের তথ্য এবং ফিচার করা ভিডিও ঠিকভাবে দিন। এটি চ্যানেলকে পেশাদার দেখায় এবং দর্শক সহজে বিশ্বাস করে।

শুরুতে ফোকাস রাখা

প্রথম কয়েকটি ভিডিওতে একই ধরনের বিষয় রাখুন। এটি দর্শকে বোঝাবে, আপনার চ্যানেলের মূল বিষয় কী। যেমন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার চ্যানেল হলে প্রথমে এ-সংক্রান্ত ভিডিও সিরিজ বানান।

চোখে পড়ার মতো থাম্বনেইল বানানো

ভিডিওর থাম্বনেইল দর্শকের প্রথম নজর ধরে রাখে। স্পষ্ট ছবি, বড় ও সংক্ষিপ্ত লেখা ব্যবহার করুন। প্রয়োজন হলে রঙিন বা সৃজনশীল উপাদান যোগ করুন।

দর্শকদের আকর্ষণ করা

প্রথম ১০ সেকেন্ড গুরুত্বপূর্ণ। দর্শককে আকর্ষণ করতে প্রশ্ন, চমকপ্রদ তথ্য বা ছোটগল্প ব্যবহার করুন।

নিয়মিত ভিডিও আপলোড করুন

সপ্তাহে একবার অথবা দুই সপ্তাহে একবার ভিডিও আপলোডের মতো সময়সূচি ঠিক করুন। আপনি কতগুলো ভিডিও দিচ্ছেন, তার চেয়ে নিয়ম ঠিক রাখা গুরুত্বপূর্ণ।

ভিডিও বর্ণনা পুরোটা লেখা

ভিডিওতে কী দেখানো হয়েছে, বর্ণনা অংশে তা স্পষ্টভাবে লিখুন। প্রয়োজন হলে কি-ওয়ার্ড ব্যবহার করুন, টাইমস্ট্যাম্প দিন এবং আপনার সোশ্যাল মিডিয়া লিংক, ওয়েবসাইট ও যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত করুন।

ভিডিও সিরিজ বানানো

ভিডিও সিরিজ দর্শকদের বেশ আকর্ষণ করে। সে কারণে এক ভিডিও দেখার পর দর্শক আগের কিংবা পরের ভিডিও দেখতে আগ্রহী হয়। প্লেলিস্ট তৈরি করে এটি আরও সহজ করা যায়।

প্রথমে নিখুঁত হওয়ার চেষ্টা না করা

ভালো ভিডিও বানানো গুরুত্বপূর্ণ, নিখুঁত ভিডিও নয়। স্মার্টফোন, ট্রাইপড এবং ভালো আলো, সাউন্ড দিয়ে শুরু করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো, নিয়মিত কনটেন্ট তৈরি করা এবং ভুল থেকে শেখা।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব