হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাতে ইন্টারনেট লাগবে না

বার্তা আদানপ্রদান ছাড়াও বিভিন্ন ধরনের ফাইল শেয়ারের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। এ জন্য প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগের। তবে মেটা এমন এক ফিচার নিয়ে এসেছে, যাতে ইন্টারনেট ছাড়াই ছবি, ভিডিওসহ বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করা যাবে। ‘লোকাল ফাইল শেয়ারিং’ নামে ফিচারটির মাধ্যমে নিকটবর্তী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ফাইল পাঠানো যাবে। 

এই ফিচারের মাধ্যমে বন্ধু, পরিবার ও সহকর্মীদের সঙ্গে সহজভাবে ফাইল শেয়ার করা যাবে। এখনো আনুষ্ঠানিকভাবে ফিচারটি উন্মোচন করেনি হোয়াটসঅ্যাপ। তবে অ্যান্ড্রয়েডের ২.২৪. ৯.২২ বেটা সংস্করণে ফিচারটি দেখা গিয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লএবেটাইনফো। এই ফিচারে মাধ্যমে সেলুলার ডেটা বা ওয়াইফাইয়ের সংযোগ ছাড়াই বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ও ডকুমেন্ট একটি লোকাল বা স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে শেয়ার করা যাবে। 

ফিচারটি সম্পর্কে হোয়াটসঅ্যাপ বলছে, এই ফিচার ব্যবহারের সময় ব্যবহারকারীদের নম্বর গোপন থাকবে ও শেয়ার করা ফাইলগুলো এনক্রিপট করা হবে। ফিচারটি ব্যবহারকারীদের ইন্টারনেট ডেটা ও সময় বাঁচাবে। 

ফিচারটি যেভাবে কাজ করবে 
ডাব্লএবেটাইনফো ফিচরটি নিয়ে একটি স্ক্রিনশট ফাঁস করেছে। ফিচারটি অনেকটা ফাইল শেয়ারিং অ্যাপগুলোর মতো কাজ করবে। হোয়াটসঅ্যাপযুক্ত দুটি নিকটবর্তী ডিভাইসে ফাইল শেয়ার করা যাবে। এ জন্য দুটি ডিভাইসে ‘নেয়ারবাই পিপল’ অপশনটি চালু করার জন্য অনুমতি চাইবে হোয়াটসঅ্যাপ। তবে সেটিংস থেকে অপশনটি যেকোনো সময়ে বন্ধ করে দেওয়া যাবে। ফিচারটি চালু করলে নিকটবর্তী হোয়াটসঅ্যাপযুক্ত ডিভাইসের তালিকা দেখানো হবে। ফাইল শেয়ারের জন্য তালিকা থেকে পছন্দের ডিভাইসটি নির্বাচন করতে হবে। 

শেয়ার করা ফাইলগুলো হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড ইনক্রিপশন সুবিধার আওতাভুক্ত হবে। ফিচারটি এখনো পরীক্ষা নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু হবে তা জানা যায়নি। তবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ফিচারটি শিগগিরই চালু হবে বলে আশা করা যায়।

ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার নিয়ে আসার জন্যও কাজ করছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া যাবে। যারা নোট তৈরি করেছে তারাই শুধু নোটগুলো দেখতে পারবে। সংশ্লিষ্ট নম্বর এই নোট দেখতে পারবে না। ফিচারটি মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণের জন্য উন্মোচন করা হবে।

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি