হোম > প্রযুক্তি

সিরিতে ওপেনএআই বা অ্যানথ্রপিকের এআই ব্যবহারের চিন্তা অ্যাপলের

আজকের পত্রিকা ডেস্ক­

সিরিতে এআইভিত্তিক উন্নত ফিচার ২০২৬ সালের আগে আসছে না। ছবি: ইট বিজ

অ্যাপল তাদের ডিজিটাল সহকারী ‘সিরি’তে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বাদ দিয়ে ওপেনএআই বা অ্যানথ্রপিকের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহারের কথা ভাবছে। গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ইতিমধ্যে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের মডেলগুলোর এমন সংস্করণ তৈরি করার কথা বলেছে, যা অ্যাপলের ক্লাউড অবকাঠামোয় পরীক্ষামূলকভাবে চালানো যায়। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এখনো আলোচনাগুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অ্যাপল এ নিয়ে অভ্যন্তরীণভাবে বিভিন্ন সম্ভাবনা পর্যালোচনা করছে।

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যানথ্রপিক ও ওপেনএআই।

গত মার্চে অ্যাপল জানিয়েছিল, সিরিতে এআইভিত্তিক উন্নত ফিচার ২০২৬ সালের আগে আসছে না। তবে কেন দেরি হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। মার্চেই ব্লুমবার্গ আরও জানায়, এআই খাতে পিছিয়ে পড়ার কারণে অ্যাপল তাদের অভ্যন্তরীণ নেতৃত্বেও বড় রদবদল আনে। সিরি উন্নয়নের দায়িত্ব দেওয়া হয় মাইক রকওয়েলকে। কারণ অ্যাপল সিইও টিম কুক এআই প্রধান জন জিয়ানান্দ্রিয়ার ওপর আস্থা হারিয়েছিলেন।

এর আগে জুনে অ্যাপলের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংক্রান্ত অগ্রগতির তথ্য অতিরঞ্জিতভাবে উপস্থাপনের অভিযোগে মামলা করেছে বিনিয়োগকারীরা। এই ক্লাস অ্যাকশন মামলায় বলা হয়, আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিতে অ্যাডভান্সড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংক্রান্ত অগ্রগতির ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এর ফলে আইফোনের বিক্রি কমে গেছে এবং শেয়ারমূল্যে বড় ধরনের পতন হয়েছে।

এ মাসের শুরুতে অনুষ্ঠিত অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) তেমন বড় কোনো এআই উদ্ভাবনের ঘোষণা না দিয়ে বরং ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলার ছোট ছোট ফিচারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন: ফোন কলে লাইভ ট্রান্সলেশন।

কনফারেন্সে অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেডারিগি বলেন, অ্যাপল তার নিজস্ব ভিত্তিমূলক এআই মডেল থার্ড-পার্টি ডেভেলপারদের জন্য উন্মুক্ত করবে। একই সঙ্গে অ্যাপলের মূল ডেভেলপার সফটওয়্যারে তারা তাদের নিজস্ব ও ওপেনএআইয়ের কোড কমপ্লিশন টুলসও যুক্ত করবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি