হোম > প্রযুক্তি

টেকনো ফ্যানটম এক্স২ ৫জি মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আকর্ষণীয় নকশা, চমৎকার ক্যামেরা, মাঝারি দামের ফোন হিসেবে মন জয় করতে বাজারে এসেছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি মোবাইল ফোন। প্রযুক্তির জগতে নতুন জোয়ারে সম্প্রতি যোগ হয়েছে নতুন এই ফোন।

টেকনোর এই নতুন ফোনে রয়েছে কার্ভড ডিসপ্লে। মুনলাইট সিলভার ও স্টারডাস্ট গ্রে—দুটি রঙে পাওয়া যাবে। এ ছাড়া এর সিলভার কালার ভেরিয়েন্টের গ্লসি ও শাইনি লুকও আকর্ষণীয়। এর ডান পাশে মাউন্ট করা রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। নিচে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম ট্রে। এর ভিডিও রেজল্যুশন এইচডি। এ ছাড়া আছে ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে ৩৬০ হার্টজ পর্যন্ত। ২০: ৯ আসপেক্ট রেশিওর ডিসপ্লে, যাতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা। ফলে হাত থেকে পড়ে গেলেও স্ক্রিন ভাঙার ঝুঁকি কম।

মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি ৪ এমএম ৩.০৫ গিগাহার্টজ। ডাইমেনসিটি ৯০০০ এসওসি ইতিমধ্যেই টেক্কা দিচ্ছে প্রসেসরের দুনিয়ায় কোয়ালকম, স্ন্যাপড্রাগন ৮ জেন-১ ও ৮ +জেন-১-র মতো ভারী ভারী নামকে। স্টোরেজের দিক থেকেও ফোনটি কোনো অংশে কম নয়। রয়েছে ৮ জিবি এলপিডিডিআর র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফ্যানটম এক্স২তে রয়েছে ৫জি ব্যান্ডস সাপোর্ট। এর জেরে সেটিংস থেকে গিয়ে এনাবল করা যাবে স্মার্ট ৫জি।

মোবাইল ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা, আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, এফআই দশমিক ৬৫ অ্যাপারচার, সেভেন জেন আইএমএজিআইকিউ ৭৯০ আইএসপির পাশাপাশি ৫ জেন আইপি প্রসেসর এপিইউ ৫৯০। এর সঙ্গে আছে কোয়াড ফ্ল্যাশলাইটও। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাতেও রয়েছে ৩২ মেগাপিক্সেল। এ ছাড়া ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য রয়েছে একগুচ্ছ মুড। এগুলোর পাশাপাশি রয়েছে ফিল্টার ব্যবহার করার অপশনও।

যেকোনো ৫জি ফোনের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, মোবাইল ফোনের যত বড় ডিসপ্লে, যত দ্রুত ডেটা ট্রান্সফার, ততই দ্রুত ফুরিয়ে যায় চার্জ। বিষয়টি বিবেচনায় রেখে এই ফোনে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এটি মাত্র ২০ মিনিটে ৫৯ শতাংশ চার্জ হয়ে যাবে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব