হোম > প্রযুক্তি

ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে যেসব ঘোষণা দিল অ্যাপল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে অ্যাপলের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) শুরু হয়েছে গত সোমবার। এই সম্মেলনের মূল আকর্ষণ হলো—কিনোট সেশনটি। বরাবরের মতো এই সেশনে নতুন পণ্য ও সেবার ঘোষণা দিয়েছে অ্যাপল। এই সম্মেলনে প্রযুক্তি বিশ্লেষকদের বিভিন্ন অনুমানই সত্য হতে দেখা গিয়েছে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দিয়েছে কোম্পানিটি। সেই সঙ্গে আইওএস ১৮–ও উন্মোচন করেছে। তবে কোম্পানিটি তাদের এআই প্রযুক্তিকে ‘অ্যাপল ইন্টিলেজন্স’ বলে পরিচিত করিয়েছে। 

আইফোন, আইপ্যাড ও ম্যাকের জন্য এআই 
কোম্পানিটির নতুন এআই প্রযুক্তি হল—অ্যাপল ইন্টেলেজেন্স। এটি আইফোন, আইপ্যাড ও ম্যাকে পাওয়া যাবে। এর মাধ্যমে অ্যাপলের অ্যাপগুলোর মধ্যে এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচার দেখা যাবে। অ্যাপল ইন্টালেজেন্সে পাঁচটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সেগুলো হলো—পাওয়ারফুল, ইনটিগ্রেটেড, ইনটিউটিভ, পারসোনাল ও প্রাইভেট। অ্যাপলের বিভিন্ন অ্যাপের কনটেন্টের সারাংশ ও নতুন টেক্সট তৈরি করে দিতে পারবে এই এআই প্রযুক্তি। এ ছাড়া অ্যাপলের মেসেজ, কিনোট, ফ্রি ফরম অ্যাপে এআই দিয়ে ছবি তৈরির ফিচারও পাওয়া যাবে। তবে ফিচারটি দিয়ে বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারবেন না ব্যবহারকারীরা। গ্যালারির ছবিগুলোই শৈল্পিক আঙ্গিকে তৈরি করে দেবে এআই। 

অ্যাপল সবসময় ব্যবহাকারীদের গোপনীয়তার ওপর জোর দেয়। তাই এআই প্রযুক্তিটি পুরোটাই ডিভাইস নির্ভর। তবে আরোও শক্তিশালি এআই মডেলের জন্য প্রাইভেট ক্লাউড কম্পিউটিং সেবা চালু করবে অ্যাপল। তবে এটি এন্ড টু এন্ড এনক্রিপটেড সুবিধার আওতাবুখ্ত থাকবে। এটি বিনামূল্যে আইফোন ১৫ প্রো, আইপ্যাড ও ম্যাকে ব্যবহার করা যাবে। 

সিরির সঙ্গে এআই ও চ্যাটজিপিটি 
অ্যাপলের অ্যাসিস্টেন্ট সিরির সঙ্গে নতুন এআই প্রযুক্তি ও ওপেনেআই চ্যাটবট যুক্ত করেছে কোম্পানিটি। এটি আইফোনের বিভিন্ন অ্যাপের সঙ্গে আরও ভালোভাবে কাজ করবে। যেমন: ভয়েস অ্যাসিস্ট্যান্টি কোনো ইমেইলের ভেতরের বিশেষ বিষয়টি খুঁজে বরে করে দিতে পারবে বা ফটো এডিট মোডেও ‘মেক দ্য ইমেজ গ্লো’ বলে সিরিকে নির্দশনা দিলে স্বয়ক্রিয়ভাবে ছবি ব্রাইটনেস ও কনট্রাস্ট ঠিক করে দেবে। 

কোন প্রশ্নের উত্তর ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি ভালো দিতে পারবে তাও বুঝতে পারবে সিরি। ফলে ব্যবহারকারীর অনুমতি নিয়ে প্রশ্নটি সরাসরি চ্যাটজিপিটিতে পাঠিয়ে দেবে সিরি। এখন কোনো অ্যকাউন্ট খোলা ছাড়াই সিরির মাধ্যমে বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে। 

মেইল, মেসেজ ও ফটোজে নতুন ফিচার
আইওএস ১৮ এর মাধ্যমে মেইল, মেসেজ ও ছবির জন্য বিভিন্ন যুক্ত করেছে অ্যাপল। ইমেইলে সারাংশ তৈরি থেকে শুরু করে ইমেইলের উত্তর তৈরি করে দেবে। নির্দেশনা দিয়ে কাস্টম ইমোজি তৈরির জন্য নতুন জেনমোজি ফিচার যুক্ত করছে অ্যাপল। এ ছাড়া এআই দিয়ে ছবি তৈরির জন্য ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ ফিচার নিয়ে আসবে। 

ফটোজ অ্যাপে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। গুগল ইরেজার ফিচারের মতো এখন ছবির ব্যবকগ্রাউন্ড থেকে বিভিন্ন বন্তু সরিয়ে ফেলা যাবে। 
এ ছাড়া নতুন এআই প্রযুক্তিটি আইফোনের ফোন কল রেকর্ড করে তা টেক্সটে রূপান্তর করতে পারবে। 

আইওএস ১৮ কাস্টমাইজেশনের সুবিধা
আইওএসের ১৮ এর মাধ্যমে কন্ট্রোল সেন্টার ও হোম স্ক্রিনকে নিজের মতো করে সাজাতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো মতো হোমস্ক্রিনের যে কোনো জায়গায় অ্যাপ আইকোনগুলো রাখা যাবে। পরবর্তীতে আপডেটের মাধ্যমে কিছু অ্যাপ লক করে রাখারও সুযোগ দেবে অ্যাপল। 
ফটোজ অ্যাপের নকশাও পুরো পরিবর্তন করেছে অ্যাপল। নতুন গেম মোডও চালু করা হয়েছে। এটি গেম খেলার সময় ব্যকগ্রাউন্ডের অ্যাক্টিভিটিগুলো কমিয়ে রাখা হবে। ফলে ডিভাইসের চার্জ তুলনামূলক কম ফুরাবে। 

মেসেজিংয়ে আরসিএস সমর্থন 
আইফোনের মেসেজিংয়ে অবশেষে আররিএস বা রিচ কমিউনিকশন সার্ভিস পাওয়া যাবে। এর মাধ্যমে বড় বড় টেক্সট ও মাল্টিমিডিয়া পাঠানোর মতো বিভিন্ন সুবিধা পাওয়া যায়। 

আইমেসেজে এখন টেক্সট শিডিউলও করা যাবে। এ ছাড়া স্যাটেলাইটের মাধ্যমে এসএমএসও পাঠানো যাবে। আইমেসেজে টেক্সটগুলো বোল্ড, আন্ডারলাইন ও ইটালিক করা যাবে। 

অ্যাপল টিভির ‘ইনসাইট’ ফিচার
অ্যাপল টিভির নতুন ‘ইননাইট’ ফিচারের মাধ্যমে বিভিন্ন মুভি বা সিরিজের অভিনেতা–অভিনেত্রী সম্পর্কে তথ্য জানা যাবে। রিমোটের মাধ্যমে স্ক্রিনের নিচের দিকে টানলে এই ফিচার দেখা যাবে। এ ছাড়া এসব মুভি বা সিনেমাতে কোনো মিউজিক বাজানো হচ্ছে তা সঙ্গে সঙ্গে জানা যাবে। অ্যাপল মিউজিকের প্লেলিস্টেও গানটি যুক্ত করা যাবে। মিউট করে দিলেও অ্যাপল টিভি স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল দেখাবে। 

ক্যালকুলেটর অ্যাপে অ্যাপল পেন্সিলের সমর্থন 
আইপ্যাডে ক্যালকুলেটর অ্যাপ যুক্ত করা হবে তা আগেই জানা গিয়েছিল। তবে এর সঙ্গে ম্যাথ নোট নামের নতুন ফিচার যুক্ত করা হবে। অ্যাপল পেন্সিলের সাহায্যে কোনো সূত্র বা গাণিতিক সমস্যা লেখা হলে এই ফিচার তা সহজেই সমাধান করে দেবে। 

আইওএস ১৮–এ এআইভিত্তিক স্মার্ট স্ক্রিপ্ট ফিচারও চালু করা হবে। এটি মেশিন লার্নিং প্রযুক্ত ব্যবহার করে ব্যবহারকারীর হাতের লেখা আরও ভালোভাবে বুঝতে পারবে ও নোটের ভুলগুলো সংশোধন হবে। 

ম্যাকওএস ১৫ এ আইফোন মিররের সুবিধা 
ম্যাকে আইফোন মিরর করার সুবিধাও যুক্ত হবে। অর্থাৎ আইফোনে স্ক্রিন ম্যাকে হুবুহু দেখা যাবে। ফলে ম্যাক থেকেই আইফোনের নোটিফিকেশন দেখা যাবে ও কোনো অডিও চালু থাকলে তাও শোনা যাবে। 

ওয়াচওএস ১১–এ যা যা আসবে
অ্যাপলের ওয়াচের অপারেটিং সিস্টেম ওয়াচওএস ১১–এ নতুন নতুন ফিচার আসছে। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ঘড়িতে স্বয়ংক্রিয়ভাবে উইজেট যুক্ত হবে। স্বাস্থ্য সম্পর্কিত তথ্য একনজড়ে দেখার জন্য নতুন ভাইটাল অ্যাপও চালু করা হবে। এটি অ্যাপলের ঘড়ির সঙ্গে কাজ করবে। 

ভিশনওএস ২ স্পেশিয়াল ফটোজ ও আল্ট্রা ওয়াইড ম্যাক ডিসপ্লে 
ভিশন প্রো হেডেসেটের জন্য ভিশসওসএস ২ অপারেটিং সিস্টেম চালু করেছে অ্যাপল। এই সিস্টেমের যে কোনো ছবিতে স্পেশিয়অর ফটোজে রূপান্তরিত করতে পারবে। ম্যাকের ডিসপ্লে আলট্রাওয়াইড ভাবে দেখার সমর্থনও দেওয়া হয়েছে। এ ছাড়া ভিশনওএস ২–এ নতুন গেসচারও যুক্ত করা হয়েছে। 

চুপিসারে সিরির সঙ্গে কথা বলার নতুন ফিচার 
এয়ারপডসের নতুন আপডেটের ফলে সিরির সঙ্গে চুপিসারে কথা বলা যাবে। অর্থাৎ ভিড়ের মধ্যে কানে এয়ারপডস লাগিয়ে মাথা ঝাঁকিয়ে সিরির বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ডের শব্দ কমানোর জন্য ভয়েস আইসোল্যাশন সুবিধাও যুক্ত করছে অ্যাপল। 

গত সপ্তাহে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে অ্যাপল পাসওয়ার্ড ব্যবস্থাপনার জন্য আলাদা একটি অ্যাপ নিয়ে আসবে। এই তথ্যও সত্য হয়েছে। কারণ ‘পাসওয়ার্ড’ অ্যাপটিও গতকাল উন্মোচন করেছে অ্যাপল। 

তথ্যসূত্র: দ্য ভার্জ, গ্যাজেটস ৩৬০

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি