সম্প্রতি দুটি নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুক নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। ফিচার দুটি আনা হবে আইফোন ব্যবহারকারীদের জন্য। এর ফলে গ্রাহকেরা বড় ছবি ও ভিডিও এবং ডিসঅ্যাপেয়ারিং ম্যাসেজ ব্যবহারের সুবিধা পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, শুরুতে আইফোন ব্যবহাকারীরা নতুন এই ফিচারের এই সুবিধা পেলেও পরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে ব্যবহারকারীরা শেয়ার করা ছবি বা ভিডিও চ্যাট অপশনে অনেক বড় করে দেখতে পাবেন। ফলে ছবি ও ভিডিও দেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে বলে জানায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপে আগে কেবল গ্রুপের অ্যাডমিনরাই অ্যাপেয়ারিং মেসেজ নিয়ন্ত্রণ করতে পারতেন। এই আপডেট ফিচার ব্যবহার করার ফলে এখন গ্রুপের অন্য সদস্যরাও এই সুযোগ পাবেন। অর্থাৎ, এই নতুন ফিচারের ফলে গ্রুপের অ্যাপিয়ারিং ম্যাসেজ সেটিংস পরিবর্তনের সুযোগ থাকছে। ডিসঅ্যাপেয়ারিং ফিচারের মাধ্যমে গ্রুপের কোনো ব্যক্তির ম্যাসেজ সাত দিনের মধ্যে ডিলিট করা যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।