সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন টুইটার ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার অভিযোগ, মাইক্রোসফট অনুমতি ছাড়াই টুইটারের ডেটা ব্যবহার করে নিজেদের এআইকে প্রশিক্ষণ দিয়েছে।
এক টুইটে মাইক্রোসফটকে ইঙ্গিত করে মাস্ক লেখেন, ‘তারা অবৈধভাবে টুইটারের ডেটা ব্যবহার করে প্রশিক্ষণ দিয়েছে। এবার মামলার সময় হয়েছে’।
এর আগে, মাইক্রোসফট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২৫ এপ্রিল থেকে এটির বিজ্ঞাপন প্ল্যাটফর্ম আর টুইটার সমর্থন করবে না। ফলে, বিজ্ঞাপন এজেন্সিগুলো মাইক্রোসফটের সোশ্যাল ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে তাদের টুইটার অ্যাকাউন্ট আর ব্যবহার করতে পারবে না। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন— ফেসবুক, ইনস্টাগ্রাম ও লিংকডইন ব্যবহার করতে পারবে। মূলত টুইটারের নতুন মূল্য নির্ধারণ ব্যবস্থার কারণেই মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
একটি পৃথক টুইটে মাস্ক বলেন, ‘আমি নতুন ধারণার জন্য উন্মুক্ত। তবে টুইটারের ডেটাবেইসকে ক্ষতিগ্রস্ত, এর বিজ্ঞাপনগুলি সরানো এবং পরবর্তীতে অন্যদের কাছে আমাদের ডেটা বিক্রি করা কোনো বিজয়ী সমাধান নয়।’
টুইটারের নতুন মূল্য নির্ধারণ ব্যবস্থা অনুযায়ী, মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলোকে টুইটারের এপিআই’তে অ্যাকসেস পেতে প্রতি মাসে ৪২ হাজার ডলার গুনতে হবে। নতুন মূল্য ব্যবস্থার কারণে এরই মধ্যে কিছু ছোট ডেভেলপার প্ল্যাটফর্ম ত্যাগ করেছে।