ফেসবুক মেসেঞ্জারকে সরিয়ে বিশ্বের সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ এখন ‘টিকটক’। গত বছর বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং এই অ্যাপটি। ডিজিটাল অ্যানালাইটিকস প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির বরাতে মঙ্গলবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের তালিকার শীর্ষে টিকটক থাকলেও তালিকার দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত রয়েছে ফেসবুকের মালিকানাধীন চার প্রতিষ্ঠান। তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে ফেসবুক, তৃতীয় হোয়াটসঅ্যাপ, চতুর্থ ইনস্টাগ্রাম ও পঞ্চম ফেসবুক মেসেঞ্জার।
প্রসঙ্গত, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে গত বছর যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করেছিলেন। কিন্তু জো বাইডেন ক্ষমতায় এসে টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন।