হোম > প্রযুক্তি

লেনোভোর স্বচ্ছ ল্যাপটপ

প্রযুক্তি ডেস্ক

গত বছর এক বাটনের জাদুর পর এবার লেনোভো দেখিয়েছে স্বচ্ছতার খেলা। স্পেনের বার্সেলোনায় সম্প্রতি শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ প্রতিষ্ঠানটি তাদের নতুন স্বচ্ছ ল্যাপটপ প্রদর্শন করেছে। নতুন এই ল্যাপটপের নাম রাখা হয়েছে লেনোভো থিংক বুক ট্রান্সপারেন্ট ল্যাপটপ। তাতে রয়েছে ১৭ দশমিক ৩ ইঞ্চি বেজেল-লেস স্ক্রিন। এটি ৭২০পি রেজল্যুশনের একটি মাইক্রো-এলইডি স্ক্রিন। এর পিক্সেলগুলো কালোতে সেট করা থাকলে এবং ল্যাপটপটি বন্ধ থাকলে ৫৫ শতাংশ পর্যন্ত স্বচ্ছ দেখাবে।

এটিতে একটি স্বচ্ছ কি-বোর্ড রয়েছে। তাতে রয়েছে ভাসমান ফুট প্যাড ডিজাইন। ল্যাপটপের কি-বোর্ডটি স্বচ্ছ হওয়ার জন্য এটি স্কেচ প্যাড হিসেবেও কাজ করে। এর মানে হলো, যখন এই ল্যাপটপে কিছু টাইপ করবেন, আপনি কোনো বোতাম দেখতে পাবেন না। ব্যবহারকারীরা এই ল্যাপটপে টাইপ করার জন্য একটি স্ক্রিন পাবেন। তাই এটি টাচ ডিসপ্লে হিসেবেও কাজ করবে। 

এই ল্যাপটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কনটেন্ট (এআইজিসি) ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে উইন্ডো-১১ সফটওয়্যার। এটির দাম কত হবে বা কবে থেকে বাজারে পাওয়া যাবে, তা এখনো জানা যায়নি। ব্যবহারকারীদের এটি কিনতে কিছুদিন অপেক্ষা করতে হবে। 

সূত্র: ভার্জ

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব