হোম > প্রযুক্তি

এবার ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে এআই ব্যবহার করছে মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবার ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যার গুলিতে ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে, কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই’ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান। 

দ্য ভার্জ–এর এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআই-এর জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ‘ওপেনএআই’-এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্য গুলি আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কিনা বা এটি আপাতত পরীক্ষামূলক কিনা তাও পরিষ্কার নয়। 

সম্প্রতি, নিজস্ব সার্চ ইঞ্জিন ‘বিং’-এর নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার ঘোষণা দেয় মাইক্রোসফট। এতে ব্যবহার করা হবে ওপেনএআই কোম্পানির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। আগামী মার্চের শেষ নাগাদ নতুন এই ফিচার চালু করার সম্ভাবনা রয়েছে। 

এর আগে, ২০১৯ সালে স্যান ফ্রান্সিসকো ভিত্তিক এআই কোম্পানি ওপেনএআইয়ে ১০০ কোটি ডলার বিনিয়োগ করে মাইক্রোসফট। মাইক্রোসফটের ‘অ্যাজ্যুর’ ক্লাউড কম্পিউটিং সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সুপার কম্পিউটিং’ প্রযুক্তি বানাতে একসঙ্গে কাজ করে কোম্পানি দুটি। একই বছর এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছিল, ওপেনএআইয়ের ‘ডাল-ই ২’ নামে পরিচিত ‘ইমেজ-জেনারেশন’ সফটওয়্যারকে বিং সার্চ ইঞ্জিনে একীভূত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব