হোম > প্রযুক্তি

সত্যি হলো গুঞ্জন, ফোল্ডেবল ফোন আনছে গুগল

প্রযুক্তি ডেস্ক

বেশ কয়েক মাস ধরে গুগলের ফোল্ডেবল ফোন নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল। ফোনটির বিভিন্ন ছবি ফাঁসের ঘটনাও ঘটেছে। এবার সব গুঞ্জন সত্য হলো। ‘পিক্সেল ফোল্ড’ ডিভাইসের অস্তিত্বের জানান দিয়েছে টেক জায়ান্ট গুগল। গুগলের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই ফোল্ডেবল ডিভাইস দেখা গিয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গুগলের আসন্ন ‘আই/ও’ আয়োজনে ডিভাইসটি ঘোষণার কথা ছিল। তবে গত কয়েক বছরের প্রচলিত ঘটনাগুলোর মতো আয়োজনের আগেই আসন্ন ডিভাইসের ছোট ঝলক দেখিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পিক্সেল ফোল্ড ডিভাইসের দাম শুরু হতে পারে এক হাজার ৭০০ ডলার থেকে। আগামী মাসেই ফোনটি বাজারে আনতে পারে গুগল। 

ডিভাইসের দাম ও অন্যান্য সুবিধা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগামী ১০ মে’র ‘আই/ও’ আয়োজনে গুগলের প্রথম ফোল্ডেবল ফোনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

এর আগে, ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানায়, পিক্সের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেসর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।

ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘণ্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব