হোম > প্রযুক্তি

রাশিয়ার নির্বাচনে যুক্ত কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ

প্রযুক্তি ডেস্ক

আগামী ২০২৪ সালে অনুষ্ঠিতব্য রুশ নির্বাচন পরিচালনায় যুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। দেশটি মনে করছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কারণে আইফোন ব্যবহার ঝুঁকিপূর্ণ। ফলে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগে, নিরাপত্তা ইস্যুতে সরকারি ডিভাইসে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশ।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাশিয়ার ক্রেমলিনে অনুষ্ঠিত এক সেমিনারে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের ফার্স্ট ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিঙ্কে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী, আগামী ১ এপ্রিলের মধ্যে আইফোন বাদ দিয়ে নতুন ফোন ব্যবহার করতে হবে কর্মকর্তাদের। 

সের্গেই কিরিঙ্কে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আর আইফোন ব্যবহার করা যাবে না। হয় এটি ফেলে দিন বা বাচ্চাদের দিয়ে দিন। সবাইকে মার্চের মধ্যেই আইফোন ব্যবহার বন্ধ করতে হবে।’

আইফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি স্বীকার করেননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘স্মার্টফোনে অ্যান্ড্রয়েড বা আইওএস যে অপারেটিং সিস্টেমই থাকুক না কেন তা অফিশিয়াল কাজে ব্যবহার করা উচিত নয়।’ 

ধারণা করা হচ্ছে, আইফোনের পরিবর্তে ভিন্ন অপারেটিং সিস্টেমের মোবাইল সরবরাহ করা হতে পারে কর্মকর্তাদের।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব