হোম > প্রযুক্তি

প্লে স্টোরের নতুন ফিচার দূরে থেকেও ডিলিট করা যাবে অ্যাপ

ফিচার ডেস্ক

তথ্য বেহাত হয়ে যাওয়ার চিন্তা কিছুটা কমল!
ধরুন, হুট করেই একদিন হয়তো ফোনটি হারিয়ে গেল! কিংবা চুরিই হয়ে গেল বা ভুলে কোথাও রেখে চলে এলেন। কিন্তু মোবাইল ফোনে এখন যেহেতু অর্থনৈতিক ও ব্যক্তিগত প্রচুর তথ্য থাকে, প্রায় সবকিছুর পাসওয়ার্ড সেভ করা বা নোটে লেখা থাকে, তাই স্বাভাবিকভাবে সেটি হাতে পেতে চাইবেন প্রকৃত ব্যবহারকারীরা। নিদেনপক্ষে চাইবেন ব্যক্তিগত তথ্যগুলো যেন অন্যের হাতে না যায়।  

সে ব্যবস্থা করতে গুগল প্লে স্টোরে আসছে নতুন ফিচার। মোবাইল ফোন চুরি হলে, হারিয়ে গেলে বা কোথাও ফেলে এলে নির্দিষ্ট মোবাইল ফোনটি থেকে প্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দেওয়া যাবে। যেসব ব্যবহারকারী একাধিক ডিভাইস ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে এই ফিচার সুবিধাজনক হবে। এখন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা গেলেও তা ডিলিট করা সম্ভব হয় না। নতুন আপডেটের ফলে সে কাজ খুব সহজে করা যাবে।

এরই মধ্যে ফিচারটি রোলআউট শুরু হয়েছে। ফলে সুবিধাটি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

যেভাবে দূর থেকে অ্যাপ ডিলিট হবে
»    প্রথমে গুগল অ্যাকাউন্ট  দিয়ে প্লে স্টোরে লগইন করতে হবে।
»    তারপর প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করতে হবে।
»    ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ট্যাপ করতে হবে।
»    যে ডিভাইসটি থেকে ডিলিট করতে চান, সেটি নির্বাচন করতে হবে।
»    তারপর আনইনস্টল বাটনে ট্যাপ করলে ডিলিট হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি