হোম > প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হচ্ছে নতুন টিকটক অ্যাপ

আজকের পত্রিকা ডেস্ক­

অ্যাপটির একটি নতুন, আলাদা সংস্করণ বাজারে আসবে। ছবি: দ্য র‍্যাপ

চীনের ভিডিও-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাস হয়েছে। এই আইনের কারণে চলতি বছর জানুয়ারি থেকে টিকটক বন্ধ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র এক দিনের জন্যই বন্ধ ছিল অ্যাপটি। তবে শিগগিরই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের শর্ত মেনে টিকটক বিক্রির একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এ চুক্তির আওতায় অ্যাপটির একটি নতুন, আলাদা সংস্করণ বাজারে আসবে।

তবে চূড়ান্ত চুক্তিটি কার্যকর করতে হলে চীনা সরকারের অনুমোদন লাগবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চলমান শুল্ক-সংক্রান্ত টানাপোড়েনও এতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্য ইনফরমেশন জানায়, বিক্রির এই চুক্তির আওতায় ওরাকলসহ একদল বিনিয়োগকারীর কাছে টিকটক হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স অবশ্য সীমিত অংশীদার হিসেবে রয়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের নতুন ‘প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজরি কন্ট্রোলড অ্যাপলিকেন্টস অ্যাক্ট’ আইনের শর্ত পূরণ করবে।

এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, ওরাকল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে, যেখানে সরকারি বিভিন্ন সংস্থাকে ক্লাউড পরিকাঠামো ব্যবহারে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এটি এই ধরনের প্রথম কোনো চুক্তি।

এদিকে টিকটকের কর্মীরা এরই মধ্যে অ্যাপটির নতুন সংস্করণ তৈরিতে ব্যস্ত। অভ্যন্তরীণভাবে বর্তমান অ্যাপকে বলা হয় ‘এম’, আর নতুন অ্যাপটির কোডনেম রাখা হয়েছে ‘এম২ ’। এটি অ্যাপ স্টোরে আসবে আগামী ৫ সেপ্টেম্বর।

উল্লেখ্য, গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো টিকটক নিষিদ্ধের সময়সীমা আরও বাড়ান, যদিও সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আছে। বর্তমান সময়সীমা অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পুরোনো টিকটক অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে এবং নতুন অ্যাপটি চালু হবে। পুরোনো অ্যাপটি পুরোপুরি বন্ধ হবে মার্চ ২০২৬ সালে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব