হোম > প্রযুক্তি

সমুদ্রের পানি থেকে জ্বলবে আলো

অনিন্দ্য চৌধুরী অর্ণব

প্রযুক্তিগত উৎকর্ষের এ সময়ে এসেও পৃথিবীতে এমন অনেক জায়গা আছে, যেখানে অন্ধকার নামার আগেই ঘরে ফিরতে হয় সব কাজ শেষ করে। সভ্যতার এই বিকশিত সময়ে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপ বলছে, বিশ্বের অন্তত ৮৪ কোটি মানুষ বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত। এমন অবস্থায় কপালে ভাঁজ পড়ছে সবার। কারণ, জাতিসংঘের তথ্যমতে, ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা ৭০ শতাংশ বাড়বে। সঙ্গে এ-ও অনুমান করা হচ্ছে, জীবাশ্ম জ্বালানির মজুত আগামী ৫২ বছরে কমে যাবে অনেকখানি। তাহলে উপায়?

কল্পবিজ্ঞানের কোনো গল্পের মতো শোনালেও এ ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে একটি ডিভাইস। এটি বিশেষভাবে কলম্বিয়ার ওয়াইয়ু আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। তারা দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে বসবাস করে, যেখানে কলম্বিয়া ভেনেজুয়েলার সঙ্গে মিলিত হয়। ডিভাইসটির নকশা ওয়াইয়ু সম্প্রদায়ের মানুষ এবং সমুদ্রের সঙ্গে তাদের সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহ্যকে ধারণ করে। এটি ওয়াইয়ুদের তৈরি একটি প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ দিয়ে সাজানো হয়েছে।

ডিভাইসটিতে সমুদ্র থেকে আধা লিটার নোনাপানি ভরে নেওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠবে। একবার ভরে নিলে সেই পানিতেই আলো জ্বলবে টানা ৪৫ দিন। এই বিশেষ কারণ, কলম্বিয়ার ওয়ান্ডারম্যান থম্পসন এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে দীর্ঘদিন কাজ করে আসা প্রতিষ্ঠান ই-ডিনাকে ‘ওয়াটার লাইট’ নামের এই বৈপ্লবিক ডিভাইস বা যন্ত্র তৈরিতে উৎসাহ জুগিয়েছে।

ডিভাইসটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, ওয়াটার লাইট পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি এবং এর জীবনকাল ৫ হাজার ৬০০ ঘণ্টার মতো। সব মিলিয়ে সমুদ্রতীরবর্তী ও প্রতিকূল আবহাওয়ার অঞ্চলগুলোর জন্য ওয়াটার লাইট বেশ উপযোগী একটি প্রযুক্তি।

সৃজনশীলতার জন্য এ প্রযুক্তি জিতে নেয় ক্যানেস ইনোভেশন পুরস্কার।

সূত্র: ডিজেন, টাইম ম্যাগাজিন

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি