হোম > প্রযুক্তি

এআইয়ের বানানো ছবি প্রতিযোগিতায় প্রথম, পুরস্কার প্রত্যাখ্যান বিজয়ীর 

প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি মর্যাদাপূর্ণ একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে এআই দিয়ে বানানো একটি ছবি। বরিস এলডাগসেনের ‘দ্য ইলেকট্রিশিয়ান’ নামের ছবিটি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশনের সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস— এর ক্রিয়েটিভ বিভাগের প্রথম পুরস্কার জিতেছে। তবে এআই দিয়ে এই ছবি বানিয়েছেন বলে পুরস্কার প্রত্যাখ্যান করেন এলডাগসেন। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পুরস্কারটি প্রত্যাখ্যান করে এলডাগসেন বলেন, ‘এআই দিয়ে বানানো ছবিকে ফটোগ্রাফি বলা যায় না। আমি এতে অংশগ্রহণ করেছিলাম কারণ, আমি দেখতে চেয়েছিলাম প্রতিযোগিতাগুলো এআই দিয়ে বানানো ছবি ধরতে সক্ষম কিনা। তবে বুঝতে পারলাম, তাঁরা এখনো সক্ষম নয়।’

এলডাগসেন এক ব্লগপোস্টে ব্যাখ্যা করে জানান, তিনি তাঁর ফটোগ্রাফির অভিজ্ঞতা ব্যবহার করে এই পুরস্কার বিজয়ী ছবি তৈরি করেছেন। তিনি এআই জেনারেটররের সঙ্গে ‘সহ-নির্মাতা’ হিসেবে প্রক্রিয়াটি পরিচালনা করেছেন। 

তিনি আরও লিখেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি আয়োজকদের এই পার্থক্য সম্বন্ধে সচেতন করতে চেয়েছিলাম। এ ছাড়া, আমি এও চেয়েছি আয়োজকেরা যাতে এআই দিয়ে তৈরি ছবির জন্য আলাদা প্রতিযোগিতার আয়োজন করে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব