হোম > প্রযুক্তি

ইতালিতে আমাজন–অ্যাপলের ২০০ মিলিয়ন ইউরো জরিমানা

প্রযুক্তি ডেস্ক

টেক জায়ান্ট আমাজন ও অ্যাপলকে মোট ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালির অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ। ইতালির স্থানীয় বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে অ্যাপল ও বিটসের পণ্য বিক্রিতে সহযোগিতার অভিযোগে তাদের এই জরিমানা গুনতে হচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি সরকারের সঙ্গে ২০১৮ সালের এক চুক্তি অনুযায়ী শুধু কিছু নির্বাচিত রিসেলারদের দেশটিতে অ্যাপল ও বিটসের পণ্য বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ বলছে, বাজারদর পরিস্থিতি নষ্ট করে প্রতিষ্ঠান দুটি ইউরোপীয় ইউনিয়নের প্রণয়ন করা নিয়ম লঙ্ঘন করেছে। তবে অ্যাপল ও আমাজন – উভয় প্রতিষ্ঠানই এই জরিমানার বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করছে। 

আমাজনকে ৬৮ দশমিক ৭ মিলিয়ন ও অ্যাপলকে ১৩৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যহীনভাবে অ্যাপল ও বিটসের আসল পণ্য বিক্রিতে খুচরা বিক্রেতাদের সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করে অ্যাপল বলছে, গ্রাহকদের প্রকৃত পণ্য ও সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি তার রিসেলারদের সঙ্গে কাজ করছে। তা ছাড়া সব ক্ষেত্রেই দিকনির্দেশনা দিতে বিশ্বজুড়ে তাদের বিশেষজ্ঞ দল রয়েছে। তারা আইন প্রয়োগকারী সংস্থা, কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে কাজ করে যাচ্ছে।  

অন্যদিকে ইতালীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এই জরিমানাকে অন্যায় ও অসামঞ্জস্যপূর্ণ আখ্যা দিয়ে পৃথক এক বিবৃতি দিয়েছে আমাজন। প্রতিষ্ঠানটি বলছে, আমাজনের নিজস্ব ব্যবসায়িক মডেলের ওপর প্রতিষ্ঠানের সাফল্য নিহিত। তাই বিক্রেতাদের বাদ দিয়ে তাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। বরং চুক্তি অনুযায়ী ইতালীয় গ্রাহকেরা আমাজন স্টোর থেকে খুব সহজেই অ্যাপল ও বিটসের পণ্যগুলো পেয়ে যাবেন। 

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি