পরীক্ষামূলকভাবে নিজ প্ল্যাটফর্মে দীর্ঘ পোস্ট দেওয়ার ‘নোট’ ফিচার চালু করতে যাচ্ছে টুইটার। এর মাধ্যমে আড়াই হাজার শব্দ পর্যন্ত শেয়ার করতে পারবে ব্যবহারকারীরা।
বিবিসি জানায়, ‘সামনের সপ্তাহগুলোর মধ্যেই’ এই ‘নোট’ ফিচার চালু করবে টুইটার। ‘টুইটার নোটস’ নামের ফিচারটি চালু হলে ২৮০ অক্ষরে পোস্ট সীমাবদ্ধ রাখার দিন ফুরাবে।
‘নোট’ ফিচারের পরীক্ষামূলক প্রয়োগ দুই মাস ধরে চলবে। আর এতে অংশ নেবেন কানাডা, ঘানা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের লেখকদের একটি ছোট দল।
নতুন ফিচারটির লক্ষ্য হলো ব্যবহারকারীদের টুইটার ইকো-সিস্টেমে রাখা, এর মাধ্যমে পাঠকেরা একটি শিরোনাম দেখতে পাবেন এবং লিংকে ক্লিক করে দীর্ঘ পোস্টটি পড়তে পারবেন।
প্রথমে মাত্র ১৪০ অক্ষরে পোস্ট দেওয়া যেত টুইটারে। ২০১৭ সাল থেকে সর্বোচ্চ ২৮০ অক্ষরে পোস্ট দেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। তবে ২৮০ অক্ষরের বেশি লিখতে চাইলে একই বক্তব্য ভাগ হয়ে যায় কয়েকটি অংশে। ফলে ব্যবহারকারীকে ক্রমানুসারে আলাদা আলাদা করে পোস্ট করতে হয়।