হোম > প্রযুক্তি

জাপানে নিঃসঙ্গ নারীদের সঙ্গী তুলতুলে এআই রোবট

আজকের পত্রিকা ডেস্ক­

এটি ৪০ লাখেরও বেশি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব দেখায়। ছবি: ক্যাসিও কম্পিউটার

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।

জাপানি কোম্পানি ক্যাসিও কম্পিউটার কোং তৈরি করেছে এই মোফলিন রোবট। এটি ৪০ লাখেরও বেশি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব দেখায়। যে ব্যক্তি মোফলিনের সঙ্গে নিয়মিত কথা বলে, তাকে সে মালিক হিসেবে চিনে নেয়। ব্যবহারকারীর আদর, কোলে নেওয়া বা আদর করে গালে ঘষার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে রোবটটি ধীরে ধীরে মালিকের পছন্দ-অপছন্দ বুঝতে শেখে।

মোফলিন প্রকল্পের দলনেত্রী এরিনা ইচিকাওয়া (৪২) বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নারীদের লক্ষ্য করেই এই রোবট তৈরির কাজ শুরু করি। আমাদের কল্পনায় ছিল এমন এক সঙ্গী, যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের সমস্যার সময়ও পাশে থাকবে।’

ছোট ছোট প্রাণীর মতো দেখতে একটি রোবটের প্রোটোটাইপ নিয়ে তৈরি করেন ক্যাসিওর এক প্রকৌশলী। এরপরই এআই দিয়ে এই ধরনের রোবট পোষা প্রাণী তৈরির প্রকল্প শুরু হয়।

মোফলিনকে বাজার ছাড়া হয় ২০২৪ সালের নভেম্বরে। মার্চের মধ্যেই বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাত হাজারের বেশি ইউনিট বিক্রি হয়।

ক্যাসিও জানায়, বিশেষ করে ৩০ দশকের শেষ ভাগ এবং ৪০ দশকের শুরুর নারীদের মধ্যে এই রোবট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই আবার অবসরের দিনে একে ঘুরতে নিয়ে যান বলে জানান ইচিকাওয়া।

ইচিকাওয়া আরও বলেন, ‘মানুষ অনুভব করে যে তাদের মোফলিন অন্যদের মোফলিন থেকে আলাদা। কারণ, এই রোবটগুলো প্রাণীর মতো নিজস্ব ব্যক্তিত্ব ও আবেগ প্রকাশ করে। এমনকি এদের ঘুমের ধরনও আলাদা হতে পারে।’

মোফলিনের দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৪০০ ইয়েন (প্রায় ৪৮ হাজার ৪৬৫ টাকা)। এ ছাড়া অতিরিক্ত খরচে বিশেষ কিছু পরিষেবা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে একটি ‘সেলুন’। এই সেলুনে রোবটের পশম ধুয়ে পরিষ্কার করা হয়।

তথ্যসূত্র: জাপান টুডে

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব