হোম > প্রযুক্তি

পরাগ আগরওয়াল ও অন্য দুই সাবেক নির্বাহী পাচ্ছেন প্রায় সাড়ে ১২ কোটি ডলার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর পরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালসহ আরও দুই শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বরখাস্ত হওয়া টুইটারের এই তিন শীর্ষ নির্বাহী ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছেন বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইকুইলার।

প্রযুক্তিভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম গেজেটস থ্রিসিক্সটি ডিগ্রি বলেছে, যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ইকুইলার স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর ইলন মাস্ক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা নেড সেগাল এবং আইনি বিষয় ও নীতিনির্ধারণী প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেছেন।

এদিকে গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার এক মেইলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, চাকরিচ্যুতির পর পরাগ আগরওয়াল ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, নেড সেগাল ৪ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার এবং গাড্ডে ২ কোটি মার্কিন ডলার পেতে পারেন।

ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা থেকে গত বছরের নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

ইকুইলারের গবেষণা পরিচালক কোর্টনি ইউ বলেছেন, বরখাস্ত হওয়া টুইটারের নির্বাহীরা যদি প্রতিষ্ঠানটির আইন ও নীতিমালা ভঙ্গ না করে থাকেন, তাহলে তাঁরা নিয়ম অনুযায়ী এই পরিমাণ অর্থ পাবেন।

অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

পরাগ আগারওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে। এরপর ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এর চার বছর পর ২০২১ সালে পরাগ আগারওয়াল টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। ৩৮ বছর বয়সী পরাগ আগারওয়াল বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহীদের একজন ছিলেন।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও