হোম > প্রযুক্তি

টুইটারের মামলায় ইলন মাস্ককে যে নির্দেশনা দিলেন আদালত

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসার বিষয়ে ইলন মাস্কের জবাব শুক্রবার সন্ধ্যার মধ্যে প্রকাশ করা হবে। বুধবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার আদালতের এক বিচারক এ রায় দিয়েছেন।

মাস্কের আইনজীবীরা বুধবার আদালতে তাঁদের জবাব এবং পাল্টা দাবির একটি পাবলিক সংস্করণ জমা দিতে চেয়েছিলেন। তবে টুইটারের আইনজীবীদের দাবি, মাস্কের জমা দেওয়া নথি পর্যালোচনা এবং সম্ভাব্য সংশোধন করার জন্য তাঁদের আরও সময় প্রয়োজন।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, চ্যান্সেলর ক্যাথালিন সেন্ট জুড ম্যাককরমিক টুইটারের দাবির সঙ্গে সম্মত হওয়ার আগে বুধবার একটি টেলিকনফারেন্স করেন। এতে নির্দেশ দেন যে, শুক্রবার বিকেল ৫টার মধ্যে ইলন মাস্কের জবাব প্রকাশ করা হবে।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি বিশাল ঘোষণা দিয়ে টুইটার কেনার তথ্য জানিয়েছিলেন উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্স দিয়ে খ্যাতি কুড়ানো ইলনের টুইটার কেনার ঘোষণায় পুরো প্রযুক্তিবিশ্বেই আলোড়ন ওঠে। ইলন দিয়েছিলেন ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা। এরপর টুইটার কর্তৃপক্ষও নির্দিষ্ট বিরতির পর তাতে সম্মতি জানিয়েছিল।

তবে গত জুলাইয়ের শুরুর দিকে টুইটার অধিগ্রহণের চুক্তি থেকে সরে আসেন ইলন মাস্ক। ইলন জানান, ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার কোর্ট অব চ্যান্সারিতে এ মামলা দায়ের করে টুইটার কর্তৃপক্ষ। মামলার অভিযোগে বলা হয়, ‘টুইটারের মতো একটি প্ল্যাটফর্ম কেনার প্রস্তাব দেওয়ার পর একটি অধিগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পরে ইলন মাস্ক দ্বিধাহীনভাবে নিজের মন পরিবর্তন করলেন! মাস্ক ভেবেছেন যে, টুইটার কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে এর কার্যকারিতা ব্যাহত করে তিনি চলে যাবেন।’ 

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি