হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রাম পোস্ট ও রিলসের লাইক সংখ্যা লুকাবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ব্যবহারকারীদের জন্য লাইক সংখ্যা লুকানোর একটি সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। । ছবি: সিনেট

ছবি ও ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীরা এখানে নিজেদের ভাবনা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো তুলে ধরে। তবে লাইক সংখ্যা, মন্তব্য ইত্যাদি অনেক সময় ব্যবহারকারীদের মানসিক চাপে ফেলে দিতে পারে। নিজেদের পোস্টে কম লাইক পেলে অনেকেই বিব্রত হন।

এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকে চান যেন তাঁদের পোস্ট বা রিলসে লাইক সংখ্যা গোপন রাখা যায়, যাতে তাঁরা কেবল কনটেন্টের মানের ওপরই মনোযোগ দিতে পারেন, লাইক সংখ্যা নিয়ে নয়। ইনস্টাগ্রাম এই সমস্যার কথা ভেবে ব্যবহারকারীদের জন্য লাইক সংখ্যা লুকানোর একটি সুবিধা চালু করেছে। তবে ফেসবুকের মতো সবগুলো পোস্ট ও রিলসের লাইক সংখ্যা লুকানো যাবে না। প্রতিবার পোস্টের সময় এই ফিচার চালু করে নিতে হবে।

ইনস্টাগ্রামে পোস্ট ও রিলসে লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

২. অ্যাপের ‍নিচে থাকা প্লাস (‍+) আইকনে ট্যাপ করতে হবে।

৩. এরপর যে ছবি বা ভিডিও আপলোড করবেন, তা নির্বাচন করুন।

৪. এখন ডান পাশের ওপরের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।

৫. পরের পেজে প্রয়োজনীয় এডিট শেষ করে নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।

৬. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।

৭. এখন ছবি ও রিলসের জন্য প্রয়োজনীয় ক্যাপশন যুক্ত করুন।

৮. পোস্ট বা রিলসের লাইক সংখ্যা লুকানোর জন্য নিচের দিকে স্ক্রল করুন।

৯. এবার ‘মোর অপশনস’ বা ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে ট্যাপ করুন।

১০. এরপর ‘হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট’-এর পাশে থাকা টগলটি চালু করতে হবে। এভাবে পোস্ট ও রিলস পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।

একই প্রক্রিয়ায় পোস্ট বা রিলসের শেয়ারেরও সংখ্যাও অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়।

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট