হোম > প্রযুক্তি

জেমিনির যে ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন 

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলার জন্য জেমিনি লাইভ ফিচার রয়েছে। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনা মূল্যে ফিচারটি ব্যবহার করতে পারবেন। এই ফিচারে ট্যাপ করলেই কণ্ঠের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা যাবে। আর জেমিনি ভয়েসের মাধ্যমে প্রশ্নের উত্তর দেবে। এর ফলে কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।

এর আগে জেমিনি অ্যাডভান্সডে শুধু এই ফিচার পাওয়া যেতে। সংস্করণটি গুগল ওয়ানের প্রিমিয়ার প্ল্যান কিনলেই শুধু ব্যবহার করা যেত। এখন জেমিনি লাইভের সাধারণ সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করা যাবে। আইওএস ডিভাইসে জেমিনি অ্যাপ ব্যবহার করা যায় না। তাই জেমিনি লাইভ ফিচারটি আইফোনের গ্রাহকেরা ব্যবহার করতে পারবে না।

তবে অ্যান্ড্রয়েড অ্যাপের নিচের দিকে মাইক্রোফোন ও ক্যামেরা আইকোনের পাশে নতুন ফিচারটি দেখা যাবে। একটি তরঙ্গের মতো আইকোনে ফিচারটি থাকবে। এই আইকোনের ট্যাপ করেই জেমিনি এআইয়ের সঙ্গে কথা বলা যাবে।

তবে আরেক এআই চ্যাটবট চ্যাটজিপিটির ভয়েস মোডের চেয়ে গুগলের এই ফিচার বেশ আলাদা। চ্যাটজিপিটির ভয়েস মোডটিতে আবেগপূর্ণ কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে।

জেমিনি এর এই ফিচার ব্যবহারকারীর জন্য বেশ উপকারী। বিশেষ করে ব্যবহারকারী রাস্তায় কথা বলার সময়। অন্য কাজ করার সময় টাইপিং না করেই ইমেইলের সারসংক্ষেপ বা একটি আকর্ষণীয় বিষয়ে জানতে পারবেন।

জেমিনি লাইভের ফুল-স্ক্রিন ইন্টারফেসটি একটি ফোন কলের মতো। ব্যবহারকারীরা স্ক্রিনের কেন্দ্রে একটি শব্দ তরঙ্গের মতো প্যাটার্ন দেখতে পাবেন এবং নিচে ‘হোল্ড’ ও ‘এন্ড’ বাটন থাকবে।

জেমিনি লাইভ ফিচার ব্যবহার করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ডিভাইসে জেমিনি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন। 
২. জেমিনি অ্যাপটি খুলুন। 
৩. স্ক্রিনের নিচের ডানদিকের শব্দ তরঙ্গের মতো আইকোনটি খুঁজুন। 
৪. এতে ট্যাপ করুন। 
৫. প্রথমবারের ক্ষেত্রে ব্যবহারকারীরা শর্তাবলি মেনু দেখতে পাবেন। এতে অনুমতি দিন। 
৬. এখন জেমিনি লাইভ ইন্টারফেস দেখা যাবে। 
৭. এআই এর প্রতিক্রিয়া চালু করতে কথা বলা শুরু করুন। 
৮. হোল্ড বোতাম ব্যবহার করে আপনি কথা বলার মাঝে জেমিনি থামিয়ে দিতে পারবেন। 
 জেমিনি কথা শেষ হলে অন্য কিছু জিজ্ঞেস করে বা অন্য কোনো কাজ দিলে এআই আবার কথা বলা শুরু করবে। 

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব