হোম > প্রযুক্তি

প্রান্তিক জনগোষ্ঠীকে ই–কমার্সে যুক্ত করার কাজ করতে চায় সিম্ফনি মোবাইল

প্রযুক্তি ডেস্ক

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ই–কমার্সের সুবিধা ছড়িয়ে দিতে কাজ করতে চায় দেশীয় মোবাইল ব্র্যান্ড সিম্ফনি।  তারা  প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ই-কমার্স মার্কেটপ্লেস ‘একশপ’ এর সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ জন্য সম্প্রতি তারা একটি চুক্তি স্বাক্ষর করেছে।

‘একশপে’ যুক্ত ডিজিটাল ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে গ্রামের মানুষ পণ্য অর্ডার করে শহর থেকে তা বাড়িতে বসে সরবরাহ নিতে পারছেন। অন্যদিকে গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য একশপের মাধ্যমে শহরের পাশাপাশি বৈশ্বিক বাজারে বিক্রি করতে পারছেন।

‘একশপের’ মাধ্যমে মূলত দুই ধরনের সেবা দেওয়া  হয়। প্রথমত, গ্রামের সাধারণ জনগণ কোনো পণ্য কিনতে চাইলে ‘একশপের’ মাধ্যমে কিনতে পারছেন। অন্যদিকে গ্রামের ক্ষুদ্র ও আকর্ষণীয় (হস্তশিল্প) পণ্যগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে নিয়ে শহরে বিক্রি করা হচ্ছে।

সরকারের আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের বড় একটি অংশ এখনো ডিজিটাল কমার্সের ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধা থেকে বঞ্চিত। তাঁদেরকে ‘একশপ’ ই-কমার্সে যুক্ত করছে।  এই সব উদ্যোক্তাদের জন্যই সিম্ফনি মোবাইলের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয় ‘একশপের’।

 মোবাইল এর মাধ্যমে কীভাবে ই-কমার্স-এ পণ্য কেনা বেচা করা যায় তা   প্রান্তিক জনগোষ্ঠীকে জানানোর বিষয়ে এক সঙ্গে কাজ করবে সিম্ফনি এবং একশপ।

 অনলাইন পেমেন্ট এর মাধ্যমে লেনদেন করা  আরও সহজতর করার বিষয়টি প্রান্তিক জনগোষ্ঠীকে বোঝানোর কাজে ভূমিকা রাখতে কাজ করবে সিম্ফনি এবং একশপ। এ ছাড়া এ বিষয়ে তারা যৌথভাবে  প্রচারণাও চালাবে।   

হেড অফ ই-কমার্স, এটুআই, রেজওয়ানুল হক এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জাকারিয়া শাহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। 

সিম্ফনি মোবাইলের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রান্তিক জনগোষ্ঠীকে ই–কমার্সের সেবা দিতে চায় এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। এ জন্য তারা ধাপে ধাপে বেশ কিছু পদক্ষেপ নিবে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব