হোম > প্রযুক্তি

আইফোনে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে আলটিমেটাম ব্রাজিলের

এই সময়ের মধ্যে ব্রাজিলের আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে। ছবি: নাইন টু ফাইভ ম্যাক

আইফোনে সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে ৯০ দিনের আলটিমেটাম দিয়েছে ব্রাজিলের আদালত। দেশটির সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের আদালত বলছে, ইউরোপ এবং অন্যান্য জায়গায় জারি করা সমমনা আদেশগুলোর পরিপ্রেক্ষিতে নতুন আদেশটি দেওয়া হয়েছে।

বিচারক পাবলো জুঞ্জিগা লিখেছেন, ‘অ্যাপল ইতিমধ্যে অন্যান্য দেশের নির্দেশনার সঙ্গে সংগতি রেখে এটি বাস্তবায়ন করেছে, যা তার ব্যবসার জন্য কোনো ক্ষতি বা বিপর্যয় সৃষ্টি করেনি।’

গত বছরের শেষে ব্রাজিলের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা ‘সিএডিই’ অ্যাপলকে তার অ্যাপ স্টোরের বাইরেও ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড ও কেনার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশ পালনের জন্য ২০ দিনের সময় দিয়েছিল আদালত। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সময় অ্যাপল জানায়, পর্যাপ্ত সময়ের অভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যাবে না। আদালত এই আপিল মেনে নিয়ে নিষেধাজ্ঞাকে ‘অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছে, যা অ্যাপলকে আরও সময় দেয়। তবে পরবর্তীতে অ্যাপলকে একটি পাবলিক শুনানির সম্মুখীন করতে বাধ্য করে ব্রাজিল।

আরেকটি আপিলের পর সিএডিই এর পক্ষ থেকে অ্যাপলকে আগামী তিন মাসের মধ্যে আইফোনে সাইডলোডিং এবং তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোর রাখার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে।

এই মামলা দায়ের করেছিল লাতিন আমেরিকার ই-কমার্স প্রতিষ্ঠান মেরকাডো লিবে। এই মামলায় বলা হয়, ডেভেলপারদেরও অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে বিশাল কমিশন পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এর পরবর্তীতে আরও কিছু ডেভেলপার, যেমন: ম্যাচ এবং এপিক গেমস তাদের সমর্থন জানায়।

ব্রাজিলের সংবাদমাধ্যমটিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছে, তারা ‘বিভিন্ন ও প্রতিযোগিতামূলক বাজারে বিশ্বাস করে।’ তবে কোম্পানিটি উল্লেখ করেছে যে, এই পরিবর্তনগুলো আইওএস ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। অ্যাপল এই আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।

২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) চালুর পর ইউরোপের আইফোনে এখন বিকল্প অ্যাপ স্টোরগুলো রাখার অনুমতি দিতে হচ্ছে অ্যাপলকে।

তথ্যসূত্র: ইএনগেজেট

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব