হোম > প্রযুক্তি

ফাইভ-জি সুবিধার চমক হবে ভার্চুয়াল র‍্যাম

প্রযুক্তি ডেস্ক

কম্পিউটার কিংবা মোবাইল ফোনের র‍্যাম বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ভার্চুয়াল র‍্যাম! সে বিষয়ে খুব একটা কিছু জানা না গেলেও বাজারে শোনা যাচ্ছে এর কথা।

আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, তারা অন ড্রাইভ নামে একটি ফিচারের কথা কমবেশি জানি। সেখানে ল্যাপটপের কিছু ফাইল জমা থাকে। ঠিক তেমনি ভার্চুয়াল র‍্যামেও এ ধরনের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। 

ভার্চুয়াল র‍্যামের সুবিধা
র‍্যাম বেশি হওয়ার সুবিধা আমরা সবাই কমবেশি জানি। ভার্চুয়াল র‍্যাম একধরনের মেমোরি। এটি ব্যবহার করা হয় এখনকার আপডেট মোবাইল ফোনে। আপনার মোবাইল ফোনে যদি ভার্চুয়াল র‍্যাম ও রম থাকে, তাহলে আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেমোরির সুবিধা পাবেন। যেমন অনলাইন গেম খেলার সময় মোবাইল ফোনের র‍্যামের পরিমাণ কম থাকলে ভার্চুয়াল র‍্যাম অতিরিক্ত সুবিধা দেবে। এ ছাড়া নির্মাতাপ্রতিষ্ঠান চাইলে আপনার মোবাইল ফোনটি আপডেট করার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র‍্যামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যেভাবে আমরা গুগল ড্রাইভের স্পেস ব্যবহার করি, সেভাবে ভার্চুয়াল র‍্যামের স্পেস ব্যবহার করা যাবে।

ভার্চুয়াল র‍্যামের অসুবিধা
মোবাইল ফোনের ভার্চুয়াল র‍্যাম চাইলেও ফিজিক্যাল র‍্যামের মতো ব্যবহার করা যাবে না। ভার্চুয়াল র‍্যাম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটি মোবাইল ফোনের আসল র‍্যামের মতো সব সময় সাপোর্ট না-ও দিতে পারে। ভার্চুয়াল র‍্যাম সিস্টেমের ধারণা বেশ পুরোনো। কিছু সীমাবদ্ধতার কথা চিন্তা করে এই র‍্যাম চালু করা হয়নি এত দিন। কয়েক দিন বাদেই ফাইভ-জি প্রযুক্তি আসছে। সে সুবিধা কাজে লাগাতে এবার বাজারে আসছে ভার্চুয়াল র‍্যাম সিস্টেম।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব