হোম > প্রযুক্তি

ঝরে পড়া কলেজছাত্র থেকে মাইক্রোসফট এআইয়ের নতুন সিইও—কে এই মুস্তফা

ব্রিটিশ নাগরিক মুস্তফা সুলেইমানকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগের নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট। হাইপ্রোফাইল এই পদে নিয়োগ পেয়ে আরও একবার শিরোনাম হলেন ‘ডিপমাইন্ডের’ এই সহ-প্রতিষ্ঠাতা।

মজার বিষয় হলো—বিলগেটস, জাকারবার্গ সহ প্রযুক্তি জগতের বাঘা বাঘা উদ্যোক্তার মতো এই জগতের নতুন তারকা মুস্তফা সুলেইমানও ছিলেন কলেজ থেকে ঝড়ে পড়া এক ছাত্র। নতুন দায়িত্ব পেয়ে এখন মাইক্রোসফটের নতুন কনজিউমার এআই ডিভিশন ‘মাইক্রোসফট এআই’-এর নেতৃত্ব দেবেন তিনি। নিজের কাজের বিষয়ে তিনি সরাসরি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাকে রিপোর্ট করবেন।

বিজনেস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় ২০০৩ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন মুস্তফা। সে সময় তিনি একটি অলাভজনক টেলিফোন কাউন্সেলিং পরিষেবা শুরু করার কাজে লেগে গিয়েছিলেন।

মূলত ডিপমাইন্ড প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রথমবারের মতো আলোচনায় আসেন মুস্তফা সুলেইমান। ২০১০ সালে যুক্তরাজ্যভিত্তিক ওই এআই স্টার্টআপ ২০১৪ সালে গুগল কিনে নিয়েছিল। গুগলের ডেটা সেন্টারে ৪০ শতাংশ শক্তি খরচ কমাতে ডিপমাইন্ডের মেশিন লার্নিং অ্যালগারিদম প্রয়োগ করা মুস্তফার অন্যতম বড় সাফল্য। পরবর্তী সময়ে ‘ইনফ্লেকশন এআই’-এরও সহ-প্রতিষ্ঠাতা হন তিনি। এই প্রতিষ্ঠানটি এখন মাইক্রোসফটের মালিকানাধীন।

২০২৩ সালে প্রযুক্তিতে টাইম ম্যাগাজিনের বিশ্বের শ্রেষ্ঠ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই পান মুস্তফা সুলেইমান। একই বছরে তাঁর প্রযুক্তি বিষয়ক বই ‘দ্য কামিং ওয়েব: টেকনোলজি, পাওয়ার অ্যান্ড দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিস গ্রেটেস্ট ডাইলেমা’ প্রকাশিত হয়। এই বইটি ইতিমধ্যে পৃথিবীর ৩২টি ভাষায় অনূদিত হয়েছে।

মাইক্রোসফটে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি হার্ভার্ড কেনেডি স্কুলের একজন সিনিয়র ফেলো এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এআই গভর্নেন্স অ্যালায়েন্স স্টিয়ারিং কমিটিরও অংশ।

১৯৮৪ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন মুস্তফা। তাঁর ট্যাক্সিচালক বাবা ছিলেন একজন সিরিয়ান। আর মা ছিলেন একজন ইংলিশ নার্স। বলা যায়—খুব সাধারণ একটি পরিবার থেকে উঠে এসেছেন এই প্রযুক্তি নেতা।

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি