হোম > প্রযুক্তি

মাইক্রোসফটের সব অ্যাকাউন্টের জন্য থাকবে একটিই পাসকি

আজকের পত্রিকা ডেস্ক­

এটি ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য (যেমন: ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট) বা একটি নির্দিষ্ট পিন ব্যবহার করে লগইন নিশ্চিত করে। ছবি: মাইক্রোসফট

অ্যাকাউন্ট সুরক্ষায় বড় পরিবর্তন আনছে মাইক্রোসফট। আগামী আগস্ট থেকে তাদের মোবাইল অ্যাপ ‘মাইক্রোসফট অথেনটিকেটর’ পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এদিকে জুন থেকে নতুন পাসওয়ার্ড যুক্ত করার অপশনও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই থেকে অ্যাপটির অটোফিল পাসওয়ার্ড ফিচার বন্ধ করে দেওয়া হবে এবং আগস্ট ২০২৫ থেকে সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহারের সুযোগও থাকবে না। যারা এখনো পাসওয়ার্ড ব্যবহারে আগ্রহী, তারা মাইক্রোসফট এজ ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে ৪৯ শতাংশ মানুষ দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন বা একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করেন। এমনকি জন্ম তারিখের মতো সহজ তথ্য পাসওয়ার্ডে রাখেন।

পাসকি কী এবং কেন এটি নিরাপদ

পাসকি হলো এমন একটি আধুনিক নিরাপত্তাব্যবস্থা, যা ফাস্ট আইডেনটিটি অনলাইন (এফআইডিও) অ্যালায়েন্স তৈরি করেছে। এটি ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য (যেমন: ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট) বা একটি নির্দিষ্ট পিন ব্যবহার করে লগইন নিশ্চিত করে।

সিএনইটির ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ আতিলা টমাসচেক জানান, ‘পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব হলেও পাসকি ব্যবহারে দুটি কি লাগে—একটি পাবলিক, অন্যটি ডিভাইসে সংরক্ষিত প্রাইভেট কি। ফলে ফিশিং, ব্রুট-ফোর্স কিংবা ক্রেডেনশিয়াল স্টাফিং হামলা থেকে অ্যাকাউন্ট বেশি সুরক্ষিত থাকে।

সবচেয়ে বড় সুবিধা হলো—পাসকি কোনো সার্ভারে সংরক্ষিত থাকে না। এটি শুধু ব্যবহারকারীর ডিভাইসেই থাকে, ফলে হ্যাকিংয়ের ঝুঁকি কমে আসে।

কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসকি সেটআপ করবেন

মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, অ্যাকাউন্টে পাসওয়ার্ড ও ‘ওয়ান-টাইম কোড’ একসঙ্গে দেওয়া থাকলে প্রথমে ওয়ান-টাইম কোড দিয়ে লগইন করতে বলা হবে। এই ওয়ান টাইম কোড ফোনে এসএমএসের মাধ্যমে বা অ্যাপে পাঠানো হয়। এর পরই ব্যবহারকারীকে পাসকি সেটআপের জন্য প্রম্পট দেওয়া হবে।

পাসকি সেটআপ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. ফোনে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপটি খুলুন।

২. আপনার অ্যাকাউন্টে ট্যাপ করুন।

৩. এবার ‘সেটআপ এ পাসকি’ অপশনটি নির্বাচন করুন।

৪. আপনার বর্তমান তথ্য (পাসওয়ার্ড, ওয়ান টাইম কোড) দিয়ে লগইন করুন।

৫. এরপর নতুন পাসকি সেটআপের নির্দেশনা অনুসরণ করুন।

পরবর্তী লগইনে পাসওয়ার্ডের বদলে সরাসরি পাসকি দিয়ে সাইন ইন করা যাবে।

তথ্যসূত্র: সিনেট

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি