হোম > প্রযুক্তি

ক্যানভার বিকল্প ডিজাইন অ্যাপ্লিকেশন

অনিন্দ্য চৌধুরী অর্ণব

ডিজাইন প্ল্যাটফর্ম হিসেবে ক্যানভার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো জটিল না হওয়ায় যে কেউ ওয়েবভিত্তিক এই প্ল্যাটফর্ম ব্যবহার করে চোখধাঁধানো ডিজাইন তৈরি করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য পোস্ট তৈরি, বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন ইত্যাদির জন্য ক্যানভায় রয়েছে অসংখ্য টেমপ্লেট।সেগুলো ব্যবহার করে বিজ্ঞাপন ও লোগো তৈরি করা যায়। এসব টেমপ্লেটের মধ্যে শুধু লেখা এবং ছবি পরিবর্তন করে নান্দনিক ডিজাইন তৈরি করা যায়। ক্যানভা অ্যাপটি ফ্রি; তবে এর প্রিমিয়াম ভার্সন রয়েছে। ফ্রিতেই ডিজাইন করা যায়। প্রিমিয়াম ভার্সনেও চমৎকার সব ছবি এবং টেমপ্লেট পাওয়া যায়। সেই সঙ্গে সরাসরি এক্সপোর্ট বা শেয়ারও করা যায়। এসব কারণেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ক্যানভা অ্যাপটি। 

ক্যানভার সুবিধা

  • ক্যানভায় কয়েক মিলিয়ন ফ্রি টেমপ্লেট পাওয়া যায়। প্রিমিয়াম টেমপ্লেটে রয়েছে কাস্টমাইজেশনের সুবিধা।
  • ছবি বা লোগো তৈরি করার পর এক্সপোর্ট বা শেয়ার করা যায়
  • ক্যানভা মোবাইল ফোন এবং ওয়েব সংস্করণ—দুটি দিয়েই ডিজাইন করা যায়
  • কাজ করার সময় অ্যাপ্লিকেশনটি কেটে বা মুছে গেলে সব কাজ স্বয়ংক্রিয়ভাবে সেভ থাকে। 

প্রিমিয়াম সংস্করণের চার্জ
প্রিমিয়াম সংস্করণের প্রতি মাসের গ্রাহক ফি প্রতি ব্যবহারকারীর জন্য ৬ দশমিক ৪৯ ডলার। ক্যানভা টিমস একসঙ্গে পাঁচজন ব্যবহার করা যায়। এর বেশি ব্যক্তি ব্যবহার করলে বাড়তি চার্জ দিতে হবে। এর মাসিক ফি ১৩ ডলার। তবে একসঙ্গে এক বছরের চার্জ ১২০ ডলার।
ক্যানভা ছাড়াও ক্যানভার মতো সহজে কাজ করার জন্য আরও অনেক অ্যাপ আছে। 

অ্যাডোবি স্পার্ক
ক্যানভার বিকল্প অ্যাপগুলোর মধ্যে অ্যাডোবি স্পার্ক অন্যতম। এটি অনলাইন এবং মোবাইল ফোনভিত্তিক ডিজাইন অ্যাপ। এটি ব্যবহার করে ফ্লায়ার, ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্ট, ওয়েব পেজ ডিজাইন, ফটো কোলাজ, ব্র্যান্ডেড গ্রাফিকস এবং ভিডিও তৈরি করা যায়। এখানে প্রচুর টেমপ্লেট পাওয়া যায়। অ্যাডোবি স্পার্কে বিভিন্ন ধরনের ফন্ট, লে-আউট, রং ব্যবহার করা যায়। এটি ব্যবহার করার সময় ওয়েবে বা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, লাইটরুম সিসি, ড্রপবক্স বা গুগল ফটোয় ছবি দেখার সুযোগ পাওয়া যায়। এর ফ্রি ও প্রিমিয়াম—দুই সংস্করণই আছে। প্রিমিয়াম ভার্সন ব্যবহারের জন্য মাসিক ফি প্রায় ১ হাজার ২০০ টাকা এবং প্রিমিয়াম গ্রুপ ব্যবহারের মাসিক ফি প্রায় ২ হাজার ৩০০ টাকা। 

ইজিল
ইজিল প্রাক্‌-ডিজাইনযুক্ত টেম্পলেটের সাহায্যে প্রজেক্ট তৈরির সুযোগ দেয়। এই টেমপ্লেটগুলো কাস্টমাইজ করা যায়। এর টেক্সট এফেক্টস টুল দারুণ কার্যকরি। এটি জিআইএফ ফরম্যাট আউটপুট দিতে পারে। আপলোড করা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরানো, ফোল্ডারে ছবি সাজানো ছাড়াও এটি দিয়ে অনেক কিছু করা যায়। ইজিল বেসিকের মাসিক ফি প্রায় ৯০০ টাকা। আর ইজিল এজের মাসিক ফি প্রায় ৬ হাজার টাকা। 

ভিসমি
ডিজাইনের দুনিয়ায় নতুনদের জন্য ভিসমি দারুণ কার্যকর। এটি দিয়ে সহজে প্রেজেন্টেশন, চার্ট, মানচিত্র, ইনফোগ্রাফিকস, নথি, ভিডিও, ওয়েব গ্রাফিকসসহ আরও অনেক কিছু করা যায়। এতেও হাজার হাজার টেমপ্লেট রয়েছে। এ ছাড়া ভিসমি ফটো এডিটিং টুল অ্যানিমেশন তৈরির কাজে ব্যবহার করা সম্ভব। ভিসমিতে ৫টি প্রকল্প বিনা মূল্যে করা যায়। তবে ভিসমি স্ট্যান্ডার্ড ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে ২ হাজার ৬০০ টাকা। 

স্নাপ্পা
স্নাপ্পাকে মনে করা হয় ক্যানভার অন্যতম সেরা বিকল্প। এতেও হাজার হাজার টেমপ্লেট পাওয়া যায়। স্নাপ্পা একাধারে পোস্ট মেকার, ইউটিউব থাম্বনেইল মেকার, ইনফোগ্রাফিক মেকার, ফেসবুক ইভেন্ট কভার মেকার, প্রোফাইল পিকচার মেকার। বিনা মূল্যে ব্যবহার করা গেলেও এর প্রফেশনাল সংস্করণের মাসিক ফি ১ হাজার ৫০০ টাকা। স্নাপ্পা টিম সংস্করণের মাসিক ফি ৩ হাজার ১০০ টাকা। 

ক্রেলো
ক্রেলোতে পাওয়া যায় অসংখ্য অ্যানিমেটেড টেমপ্লেট। এর সাহায্যে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য বর্গাকার কিংবা উল্লম্ব— উভয় ফরম্যাটে ছবি ও ভিডিও তৈরি করা যায়। এর একটি বিশাল ইমেজ লাইব্রেরি রয়েছে। ক্রেলোর স্টার্টার প্যাকটি বিনা মূল্যে পাওয়া গেলেও প্রো-সংস্করণ ব্যবহার করতে প্রতি মাসে গুনতে হয় ৮০০ টাকা।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি